You are viewing a single comment's thread from:

RE: আমার জেলা বগুড়া

ভাই, বগুড়া নিয়ে খুব সুন্দর লেখনী লিখলেন, যা পরে খুব ভালো লাগলো। বগুড়া আপনার জেলা শহর, আর বগুড়া আমার ভীষণ রকম প্রিয় শহর। বগুড়া, রংপুর, কুড়িগ্রাম উত্তরবঙ্গের আওতায় বিধায়, প্রায় সবগুলো জেলাকে খুব কাছের মনে হয়। আর আপনি তো আমার কাছের ভাই 🥰। আর বগুড়ার দই, তার কথা কি বলবো, বলতে গেলেই তো জিভে জল চলে আসে😋। কখনো ঢাকা গেলে, ফিরে আসার সময় বাড়ির জন্য অবশ্যই অবশ্যই বগুড়ার দই নিয়ে আসা হয়। আর যদি কখনো মিস হয়, তাহলে তো আপনার ভাবীর বকুনিতে কান দুটো ঝালাপালা হয়ে যায়🤪।

Sort:  
 2 years ago 

হিহিহিহি,,, খুব মজা পেলাম ভাই আপনার মন্তব্যে পেয়ে। দই টা আসলেই অনেক মজার। এত জায়গায় দই খেয়েছি কিন্তু আমাদের এদিকের মত কোথাও পাই নি। আর সব সময় ভাবির মন রক্ষা করে চলবেন 😉। সংসারে শান্তি তো দুনিয়া শান্তি। 😊। ভালোবাসা রইলো ভাই।