ভাইয়া, আপনার জীবনে ঘটে যাওয়া বিভীষিকাময় তিনটি ঘন্টা পড়ে প্রথমের দিকে আমার খুবই খারাপ লাগছিল কিন্তু পরবর্তী সময়ে যখন আপনি আপনার স্মার্টফোনটি ফিরে পেলেন তখন আমার খুবই ভালো লাগছিল। আপনার এই তিন ঘন্টার বিভীষিকার কাহিনী আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই পড়ে ফেলেছি কিন্তু এই তিন ঘন্টা যখন আপনার উপর বয়ে চলেছে তখন হয়তো আপনার কাছে তিন যুগের মতো মনে হয়েছে। আর সেই চিন্তা করে আমার আপনার জন্য খুবই খারাপ লেগেছে। যাইহোক ভাইয়া মহান আল্লাহ তায়ালা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। যাদের মাধ্যমে আপনি এই স্মার্টফোনটি ফিরে পেয়েছেন তাদের জন্য আল্লাহর দরবারে মঙ্গল কামনা করছি। আপনি হয়তো বিশ্বাস করবেন না ভাই, স্মার্ট ফোনটি হারিয়ে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরেছে কথাটা জেনে আমার চোখ দিয়েও অশ্রু গড়িয়েছে। কিন্তু পরবর্তী সময়ে ফোনটি ফিরে পাওয়ার জন্য ভীষণ আনন্দ লাগছে। স্মার্টফোনটি পেয়ে আপনি আপনার কাজে পুরোদমে মনোনিবেশ করবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আসলে ভাইয়া আমাদের মাঝে আজও কিছু ভালো মানুষ আছে বলেই মনের ভেতরে লুকিয়ে থাকা কষ্টের মাঝেও সুখের হাসি ফুটে উঠে।