সব বন্ধুরা মিলে একসাথে থাকার মজাটাই অন্যরকম। আজ রান্না করতে পারেন না তো কি হয়েছে বাজার করে নিয়ে যান দেখবেন কাল আস্তে আস্তে ঠিকই শিখে ফেলেছেন।।
আর বিভিন্ন ধরনের রেসিপি প্রস্তুত করার জন্য আমার বাংলা ব্লক তো রয়েছে। বিভিন্ন ধরনের রেসিপি পোস্ট পড়েন এবং ভালো ভালো রেসিপি প্রস্তুত করে ফেলেন।।
এখন আর শিখতে হবে না ভাই এখন বুয়া রেখেছি ওই সব করে হিহি😁।
তবে যেটা পারি না সেটা নিয়ে বেশি মাথা ঘামাই ও না।এই জন্য সব ঝামেলা থেকে মুক্তি নিতে একজনের উপর দায়িত্ব চাপায় দিছি।