You are viewing a single comment's thread from:
RE: রংপুরের বাণিজ্য মেলা by 🐺 @dmaherban (🧚)
রংপুর বাণিজ্য মেলা ভ্রমণ করে সুন্দর ফটোগ্রাফি এবং সুন্দর বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো।।
বাণিজ্য মেলা ভ্রমণ করতে এবং নতুন নতুন আইটেমের জিনিসপাতি ক্রয় করতে আমারও অনেক ভালো লাগে।।
আমাদের কুষ্টিয়ায়ও একসময় বাণিজ্য মেলা হত প্রতিবছর কিন্তু একটা বড় ধরনের হতাহতর কারণে এখন আর মেলাটা হয় না।।
প্রতিবছরই বাণিজ্য মেলায় গিয়ে সব ধরনের জিনিসপাতি দেখে করাই করতে পারতাম খুবই ভালো ছিল।।
অনেক সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য অনেক ভালো লাগলো। ছোটবেলায় মেলায় ঘুরতাম। তবে সে সময়ের মেলাগুলো এতটা আধুনিকতা মেইনটেন করে চলতো না। যুগের পরিবর্তনের সাথে সাথে মেলাগুলির পন্য ও রূপ বৈচিত্র্যর বৃদ্ধি বাড়ছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।