চোখের সামনে ঘটে গেলো মর্মান্তিক ঘটনা।

in আমার বাংলা ব্লগ4 hours ago
চোখের সামনে ঘটে গেলো মর্মান্তিক ঘটনা।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1000074649.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ রাত্রি 🌃

আমার বাংলা ব্লগ পরিবার। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। চোখের সামনে ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। চলুন তাহলে শুরু করা যাক।

ব্যস্ত সময় পার করতেছি। ঈদের আগে আসলে অফিস গুলোতে ভীষণ কাজের চাপ থাকে। আগামীকাল থেকে সকাল ৭টা থেকে ডিউটি শুরু হবে। এমনিতেই তো রাতে ঘুম হয়না। আবারো এতো সকালে ঘুম থেকে উঠা খুব কষ্টকর। আজকে সকালে অফিস যাওয়ার পথে বাইক এক্সিডেন্ট হয়। খুব খারাপ অবস্থা ছিলো। আসলে বর্তমান সময়ে বাইক এক্সিডেন্ট খুব বেশি হচ্ছে। সামান্য একটু ভুলের কারণে বড় বড় দুর্ঘটনা গুলো ঘটেছে।

সকালে অটোরিকশা করে অফিস যাচ্ছিলাম। রাস্তার দুই পাশে দিয়ে বাইক আস্তে ছিলো হঠাৎ করে সামন দিক থেকে আসা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার অপর পাশের বাইকের মধ্যে লাগিয়ে দেয়। এর পরে রানিং বাইক দুটো পড়ে যায়। মেইনরোড এ দুর্ঘটনা ঘটে। একজন এর তো মাথার কান আলাদা হয়ে যায়। রাস্তার মধ্যে রক্ত ভেসে যায়। এসব দৃশ্য দেখে ভীষণ খারাপ লাগলো। রাস্তার লোকজন খুব তাড়াতাড়ি গাড়িতে করে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। দুজন ব্যক্তির খুব খারাপ অবস্থা।

একজন ব্যক্তির এমন অবস্থা যেনো জায়গায় মরে যাবে। আল্লাহ ভরসা সময় মতো লোক দুটিকে হাসপাতালে নেওয়া হয়। মোটামুটি এখন তারা ভালো আছেন। তবে দু'জনের শরীরের খুব খারাপ অবস্থা। আসলে বাইক এক্সিডেন্ট গুলো অনেক বেশি ভয়াবহ হয়ে থাকে। আল্লাহ আমাদের সবাইকে এমন দুর্ঘটনা থেকে হেফাজত করুন আমীন। সবাই লোক দুটির জন্য দোয়া করবেন।

এই ছিলো আমার আজকের আয়োজন। সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ 💞

পোস্টের বিবরণ:-
বিভাগজেনারেল রাইটিং পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়মেয়ের জন্য খিচুড়ি রান্না।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রাইটার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

20250130_221114.jpg

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 4 hours ago 
1000074653.jpg1000074652.jpg1000074651.jpg
 3 hours ago 

ভয়ানক বাইক দুর্ঘটনা এখন যেন খুব কমন একটি ঘটনায় পরিণত হয়ে গেছে। মাঝে মাঝেই শুনি বাইক দুর্ঘটনা এবং তার থেকে মৃত্যু। বাইক চালানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যদি সাবধানে বাইক চালানো যায় তবে দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হয়। আসলে বাইক হাতে পেলেই ছেলেপুলের দল ভীষণ অনিয়ন্ত্রিত ড্রাইভিং শুরু করে দেয়। আর যার ফলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে রাস্তাঘাটে। তবে সব সময় যে নিজের কারণে দুর্ঘটনা ঘটে তাও নয়। অনিচ্ছাকৃত কিছু দুর্ঘটনা মাঝে মাঝে ঘটে যায়। তাই সবসময় সতর্ক এবং নিরাপদ থাকা উচিত।

 2 hours ago 

বর্তমান সময়ে বাইক এক্সিডেন্ট সবচেয়ে বেশি হচ্ছে। এখানে মানুষের বেপরোয়া গাড়ি চলাচল সবচেয়ে বড় দায়ী। সবাই জানে কম বেশি এক্সিডেন্ট হয়েছে তার পরেও যেন নিয়ম মেনে গাড়ি চালায় না। চোখের সামনে এমন ঘটনা দেখলে সত্যিই খুবই খারাপ লাগে। যাইহোক ব্যস্ততম মুহূর্তের মধ্যে খুব সাবধানে থাকবেন।