You are viewing a single comment's thread from:

RE: বিবেকের আয়নায় নিজেকে দেখো।|| Look at yourself in the mirror of conscience.

in আমার বাংলা ব্লগ11 months ago

হে মানুষ বিবেকের আয়নায় নিজেকে দাড় করিয়ে দেখো। পৃথিবীতে রিজিক লিখিত, হায়াত সীমিত এবং মৃত্যু অবধারিত।

আপনার লেখা জেনারেল রাইটিং গুলো ভীষণ ভালো লাগে। আপনার পোস্ট পড়ে অনেক কিছু বুঝতে শিখেছি। উপরের কথা গুলো একদমই ঠিক বলেছেন। বর্তমান সময়ের মানুষদের ভিতরে বিবেক নামক জিনিসটা খুব কম। কারন হচ্ছে তারা নিজে সুখে থাকার জন্য সব কিছু করতে রাজি আছে। হোক সেটা অন্যের প্রতি অত্যাচার। এরা ভাবে নিজে ভালো থাকলেই ভালো। দুনিয়াটা খানিকের পরকালের কথা সব সময়ই মাথায় রাখতে হবে। তাহলে আমাদের পাপ কাজ গুলো কম হবে। সৃষ্টিকর্তা আমাদের কে ভালো হতে সময় দেন। তবে কিন্তু ছেড়ে দেন না। আমরা দুনিয়াতে যেমন কর্ম করবো ঠিক আখিরাতে তেমনি ফল পাবো ইনশাআল্লাহ। আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।