বন্ধুদের সাথে ইফতার করার সুন্দর মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ10 days ago
বন্ধুদের সাথে ইফতার করার সুন্দর মুহূর্ত।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1742216907700.jpg

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুদের সাথে ইফতার করার সুন্দর মুহূর্ত। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

IMG20250316173952.jpg

IMG20250316175640.jpgIMG20250316175955.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

দেখতে দেখতে রোজা চলে যাচ্ছে। মনে হচ্ছে এই তো শে দিন রোজা শুরু হলো। রমজান মাস অফিস গুলোতে কাজের চাপ বেড়েছে। বেশ ব্যস্ত সময় পার করছি। তবে যাই হোক বেশ আনন্দ নিয়ে কাজ গুলো করার চেষ্টা করছি। বেশ কয়েকদিন পরে ভালো একটা ছুটি পাওয়া যাবে। তখন না হয় পরিবারের সাথে সুন্দর সময় উপভোগ করা যাবে ইনশাআল্লাহ। আমার মতো আপনারাও সবাই ব্যস্ত সময় কাটাচ্ছেন বুঝতে পারছি। আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে ইফতারের আয়োজন করার চেষ্টা করেছি। প্রতিবারেই আমরা এভাবে করে থাকি ভীষণ ভালো লাগে। আমাদের অফিসের এর পাশে শহীদ নগর সেখানে বেশ সুন্দর খোলামেলা পরিবেশ রয়েছে। আর আমরা সিদ্ধান্ত নিলাম সেখানে গিয়ে আমরা সবাই মিলে বসে এক সাথে ইফতার করবো।

1742216907700.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

দুপুরের পর সবাই মিলে টাকা দিলাম। এর পরে আমরা কয়েকজন বন্ধু মিলে ইফতারের আগে অফিস থেকে বের হলাম। এর পরে বিরিয়ানি এবং খিচুড়ি নিয়ে আসলাম সবার জন্য। তার পরে ইফতারের সময় হলে সবাই মিলে জমিয়ে খেলাম। এভাবে ইফতার করার মজাই আলাদা। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এর পরে ইফতার শেষ করে আমরা বেশ কিছু সময় সেখানে বসে গল্প করলাম। এর পরে সন্ধ্যা হয়ে গেলে আমরা সকলেই বাসার দিকে রওনা দিলাম। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ 💞

পোস্টের বিবরণ:-
বিভাগলাইফস্টাইল।
ডিভাইসrealme 9
বিষয়বন্ধুদের সাথে ইফতার করার সুন্দর মুহূর্ত।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 10 days ago 

বন্ধুদের সাথে ইফতার করার আনন্দই অন্যরকম হয়। আপনি আপনার বেশ কয়েকজন বন্ধু কে সাথে নিয়ে ইফতার করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। প্রতি বছর এই রমজান মাস চলে আসলেই বন্ধু বান্ধব একত্রিত হয়ে একরকম সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করা যায়।

 10 days ago 
1000075266.jpg1000075265.jpg1000075264.jpg

Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.

png_20230714_223610_0000.png

"Home is where your heart is !❤️."

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LgoDfTovZFjKgw6zMQtAnAPjGMC8RWTcjJfJscBJfnwR4Gi8DzYa91VcGQiVQ6nybhCecG6tn97bGn4jfYjj26.png
Vote for @visionaer3003 as witness.

 10 days ago 

ঠিক বলেছেন,‌মনে হচ্ছে রোজার দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। ঈদের আগে আপনাদের বেশ ব্যস্ততায় দিন কাটে। ব্যস্ততার মাঝেও বন্ধুদের সাথে খুব সুন্দর পরিবেশে ইফতার করেছেন। ‌ বন্ধুদের সাথে এরকম খোলামেলা পরিবেশে একসাথে ইফতার করার মজাটাই আলাদা। ভালো লাগলো আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো দেখে।

 10 days ago 

উন্মুক্ত আকাশের নিচে এভাবে ইফতার করতে ভালোই লাগে। আর বন্ধু-বান্ধবরা মিলে ইফতার করলে তো তখন আনন্দের শেষ থাকে না। মাঝে মাঝে আমরাও বাইরে এরকম ইফতার করে থাকি। ধন্যবাদ ভাই আমাদের মাঝে এই অনুভূতি শেয়ার করার জন্য।

 10 days ago 

আসলে ভাইয়া প্রথম রোজা গুলো একটু কষ্টে গেলেও ১০ রমজানের পরের রোজাগুলো কিভাবে চলে যায় সেটা টেরই পাইনা।যাইহোক বন্ধুরা মিলে খুব সুন্দর ইফতারের আয়োজন করেছেন এবং খোলা আকাশের নিচে এভাবে ইফতার করতে আসলেই অনেক মজার। যদিও আমাদের এরকম কখনো সুযোগ হয়ে ওঠেনি।যাইহোক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।

 9 days ago 

আসলে রমজান মাসে কমবেশি সবারই ব্যস্ততা বেড়ে যায়। যাইহোক বন্ধুদের সাথে খোলা আকাশের নিচে বেশ মজা করে ইফতার করেছেন দেখছি। সবাই মিলে এভাবে ইফতার করার মজাই আলাদা। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।