কয়েকদিন ধরে ঘটে যাওয়া একটি ঘটনা।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
![]() |
---|
শুভ রাত্রি 🌃
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। জেনারেল রাইটিং:- কয়েকদিন ধরে ঘটে যাওয়া একটি ঘটনা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
অনেকেই জানেন যারা আমার পোস্ট ভিজিট করেন। বেশ কিছু কারনে আমি অফিসের চাকরি ছেড়ে দিয়েছি। এর পরে ফ্রেব্রুয়ারি মাসে নতুন অফিসে চাকরি নিয়েছি। নতুন চাকরি নতুন পরিবেশ যদিও প্রথম প্রথম একটু খারাপ লেগেছে। তবে এখন আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার বাসা থেকে কিছুটা দূরে অফিস। দুপুরে বাসায় খেতে আসি। কয়েকদিন থেকে আমি একটি ঘটনা লক্ষ্য করলাম। আর সেই ঘটনা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো।
দুপুরে যখন বাসায় আসার জন্য অফিস থেকে বের হয়ে অটোতে উঠি। ঠিক তার কিছুটা সামনে থেকে একজন লোক অটোতে উঠে। তবে দুঃখের বিষয় হচ্ছে লোকটিকে কয়েকদিন ফলো করলাম। অটো থেকে নেমে হয়তো পাঁচশত টাকার নোট অথবা দুইশত টাকার নোট বের করে অটো ওয়ালা লোকটিকে দেখায়। পরে টাকা ভাঙ্গতি না থাকার কারণে লোকটির টাকা আর কেউ নেয় না। এভাবে আমি প্রায় চার থেকে পাঁচ দিন বিষয়টি লক্ষ্য করলাম। তবে আজকে মজার বিষয় হচ্ছে আজকের অটো ওয়ালা লোকটি একটু চালাক ছিলো।
আজকে ও দুপুরে আসার সময় অটো ওয়ালা লোকটিকে দুইশত টাকা দেয়। তবে অটো ওয়ালা লোকটি তাকে একশো আশি টাকা দিয়ে বলে তার কাছে আর ভাঙ্গতি নেই। এর পরে অটো চালক অটো নিয়ে চলে যায়। কিছুদুর যাওয়ার পর আমি অটো চালক লোকটিকে জিজ্ঞেস করলাম ভাই কিভাবে কি। তখন লোকটি বললো ভাই এই লোকটি কিছুদিন আগে আমার অটোতে উঠে ভারা না দিয়ে চলে যায়। তখন আমি তাকে টাকা ভাঙ্গতি দিতে পারিনি। আজকে যেহেতু পেলাম তাই এভাবে তার কাছে থেকে টাকা আদায় করে নিলাম।
এ সমস্ত লোকজন দের কে সৃষ্টিকর্তা হেদায়েত দান করুন। এর পরে আমি বিষয়টি ভালো করে বুঝতে পারলাম। বর্তমান সমাজে যে কত ধরনের মানুষ রয়েছে তা বোঝা মুশকিল। গরীবের হক মেরে খেয়ে লাভ নেই। সকল কর্মের ফল ঠিক একদিন হিসেব দিতে হবে। এই ছিলো আমার আজকের আয়োজন। আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের সবার মতামত আশা করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন এখানেই শেষ করলাম।
বিভাগ | জেনারেল রাইটিং পোস্ট। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | কয়েকদিন ধরে ঘটে যাওয়া একটি ঘটনা। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
রাইটার | @limon88 |
![]() |
---|
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
https://x.com/HouqeLimon/status/1889711951917490330?t=6PlNkGh-f0P6FVBNRqUhbQ&s=19
দুনিয়ার সকল কাজের ফলই আমাদের ভোগ করতে হবেই- এই সহজ কথাটা যদি মানুষ মন থেকে মেনে সে অনুযায়ী কাজ করতো, তবে তো দুনিয়াটা অনেক ভালো হইতো ভাই। দুই দিনের দুনিয়ায় অন্যের হক মেরে কেউ কোনো দিন সুখী হতে পারে না। সকলের সঠিক বুঝ হোক, এটাই চাওয়া ভাই।
পৃথিবীর সবাই এই স্বল্প সময় এর দুনিয়ার মোহে পড়ে সব কিছুই করতে থাকে৷ এমন কোন কাজ থাকে না যা তারা বাদ দেয়না৷ তবে তারা এই বিষয়টি চিন্তা করে না যে এই দুনিয়ায় যা কিছু করুক তাদের আর কিছুই হবেনা৷ ভবিষ্যতের যে জীবন রয়েছে সেটি তাদের আসল জীবন৷ তবে পৃথিবীর মানুষ এই পৃথিবীর সৌন্দর্য এবং লোভ লালসার কারণে একেবারে ধ্বংসের দিকে চলে যায়৷ ধন্যবাদ আজকের এই পোস্ট শেয়ার করার জন্য৷