এলোমেলো জীবনের গল্প।

in আমার বাংলা ব্লগlast year
এলোমেলো জীবনের গল্প।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1000055635.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে ভিতর থেকে বলতে গেলে ভালো নেই। দেশের যে পরিস্থিতি ভালো থাকা মুশকিল হয়ে পড়েছে। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এলোমেলো জীবনের গল্প। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন এবার তাহলে শুরু করা যাক।

আবারো ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বেশি একটা ভালো না। হয়তো আবারো আমরা আমাদের প্রিয় কমিউনিটি এবং আমার বাংলা ব্লগ পরিবার থেকে বিচ্ছিন্ন হতে চলেছি। এভাবে আর ভালো লাগে না। সত্যি বলতে জীবনের গতিপথ সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমার বাংলা ব্লগ পরিবার কে ভীষণ মিস্ করবো। আমাদের এখানে ওয়াইফাই মোটামুটি কাজ করতেছে। জানিনা আবার ওয়াইফ ও বন্ধ করে দেয় কিনা।

কোন একটা কাজ করতে গেলে কাজটিতে পুরোপুরি মনোযোগ দিতে পারছি না। দেশের সার্বিক পরিস্থিতি দেখে মনের ভিতরটা কেমন যেনো হয়ে গেছে। দুই তিনদিন থেকে অসুস্থ হয়ে পরেছি। মুখের ভিতরে দুপাশে ঘা হয়েছে। আমার আগে কোন বার হয়নি। এবার প্রথমবার হয়েছে ঠিক ভাবে খাবার খেতে পাচ্ছি না। তবে গতকাল একটা মুখে লাগানোর জেল নিয়ে এসেছি। আশাকরি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

অফিস আবারো তিন দিন বন্ধ থাকবে। এদিকে ইন্টারনেট নেই। এভাবে ঘর বন্দি জীবন যাপন ভীষণ খারাপ লাগে। ইন্টারনেট ছাড়া তো সময় কাটে না। আমার বাংলা ব্লগ পরিবারের সাথে থাকতে না পারলে তো আরো বেশি খারাপ লাগে। আজকে কি পোস্ট লিখবো কোন কিছু ভালো লাগতেছে। তাই আজকে এলোমেলো জীবনের গল্প লিখতে বসে পরলাম। সত্যি জীবনটা অনেক বেশি এলোমেলো হয়ে যাচ্ছে দিনের পর দিন।

এভাবে চলতে থাকলে কবে যে অসুস্থ হয়ে পরবো বলতে পারছি না। তবে নিজের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে পরিবার কে ভালো রাখার জন্য। এবং নিয়মিত কাজ গুলো করে যাওয়ার জন্য। সবাই যে যার অবস্থান থেকে সাবধানে থাকবেন। ছোট করে লেখার চেষ্টা করলাম এলোমেলো জীবনের গল্প। ভালো লাগতেছে না তাই আর বেশি কিছু লিখতে পারলাম না। আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম।

পোস্টের বিবরণ:-
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইসrealme 9
বিষয়এলোমেলো জীবনের গল্প।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 last year 

এমন পরিস্থিতিতে অফিস বন্ধ থাকা একদিক থেকে ( নিরাপত্তার কথা চিন্তা করলে) ভালো। কিন্তু পরক্ষণেই মনে হয়, নতুন মাস পরলো, আগের মাসেও কদিন বন্ধ গেলো, এমাসেও তাই- বেতন টা আসবে তো?? এসব কিছু বাদ দিলেও, এত এত লাশের গন্ধ বাতাসে!! আজ সারা রাত ঘুমাতে পারি নি। কি অপেক্ষা করছে কে জানে!! সবাই সবার জন্য দোয়া/ প্রার্থনা করি আর যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করি।

 last year 

হ্যাঁ ভাই শুনলাম ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আসলে এভাবেই অনেকের জীবনে আজ বিপর্যয় নেমে এসেছে। দেশের এই সহিংসতা মানুষের জীবনে বড় ক্ষতি। তাই দোয়া করি আবারো দেশের শান্তি ফিরে আসো সবার মাঝে শান্তি ফিরে আসুক। আগের মত সবাই নিজ নিজ কর্মস্থলে স্বাধীনভাবে চলাচল করুক।

 last year 

আমরা ঠিক বলেছেন আবার হয়তো আমার বাংলা ব্লগকে মিস করবো। এলোমেলো জীবনের গল্প পড়ে খুবই ভালো লাগলো। তবে ভালো নেই আমাদের দেশ। আমিও খুব কষ্টে অফিস করছি। আজকে থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সঙ্গে তিন দিনের সাধারণ ছুটি। গতকাল থেকে নেটের অবস্থা ভালো না। যাইহোক ভাই সাবধানে থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।

 last year 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি ভাইয়া। দেশের এই পরিস্থিতিতে কেউ সুস্থ নেই। আসলে মানসিক সুস্থতা হচ্ছে আসল। আর দেশের এই অনাকাঙ্খিত ঘটনাগুলোতে আমরা সবাই ভেঙ্গে পড়েছি। আর এর মাঝেও যে আমার বাংলা ব্লগের মাঝে সময় কাটিয়ে মন মানসিকতা সুস্থ রাখবো তারও কোন উপায় নেই। শুনছি আবার নেট বন্ধ করে দিবে। আমার এখানে তো নেট এমনিতেই কাজ করছে না। যাইহোক ভাইয়া দেশের সবার মঙ্গল আর শান্তি কামনা করছি।

 last year 

আপনার সুস্থতা কামনা করছি। চারদিকে দেশের অবস্থা যে ভয়ংকর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা কেউ ভালো নেই।এটা ঠিক বলেছেন আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে থাকতে পারলে একটু ভালো লাগে কিন্তু তারও উপায় নেই ইন্টারনেট বন্ধ ও নেটের বিভিন্ন রকম সমস্যার কারণেও সব সময় যুক্ত হতে পারছি না। দেশের মানুষের কষ্ট গুলো দেখে আর নিজেকে ঠিক রাখতে পারছি না।একটাই চাওয়া আল্লাহর কাছে দেশে আবার শান্তি ফিরে আসুক সবাই ভালো থাকুক।