নাটক রিভি || 10% বেনিফিশিয়ারি লাজুক ক্ষেতের জন্য।

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

আসসালামু আলাইকুম আমার প্রিয় কমিউনিটির ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি (@ kosto) আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি।আশা করি পোস্টে আপনাদের ভালো লাগবে। পোস্টি নাটক রিভিউ আপনাদের মাঝে শেয়ার করছি।

|নাটক|রিভিউ|
|নাটকের নাম |লুটেরা|
|অভিনয় |নিলয়,হিমি,শহিদুল ইসলাম সাচ্চু,জেরিন খান,রিমু রোজা খন্দকার, নুর এ কাঞ্চন, জাবেদ গাজি সহ আরো অনেকে।|
|পরিচালক |ফজলুল হক |
|নাটক রিলি |১০ মার্চ ২০২৪|
|নাটকের ভাষা |বাংলা |
|সময় |৪৩ মিনিট |
|--|

প্রথম ভালোবাসা | #ভালোবাসার সম্পূর্ণ নাটক | নতুন ফারহান আহমেদ জোভান | পোরশি | পরশা | হিমে | বাংলা নাটক 2024
পরিচালনা: মাহমুদুর রহমান হিমি চিত্রনাট্য ও গল্পঃ আবয়ব সিদ্দিকী
অভিনয়ে: ফানহান আহমেদ জোভান। সাবরিনা পোরশি। পরশা মাহজাবীন
চিত্রগ্রহণঃ নাজমুল হাসান সম্পাদনা
রঙ: সাইফ রাসেল আবহ
সঙ্গীতঃ জাহিদ নিরব প্রধান
এ্যাডঃ রায়ান মাহমুদ
ফটোগ্রাফিঃ অপূর্ব অভি
পোস্টারঃ নাহিদ হোসেন
প্রযোজক: এমডি কামরুজ্জামান
প্রযোজনা: কেএস ফিল্মস কেএস এন্টারটেইনমেন্ট প্রোডাকশন।

নাটকের শুরুতে দেখবো নিলয় এবং তার দুইটা বন্ধু একটা বাড়ির গেইটে কেক এবং কিছু বাতি ইনে গেট ম্যান কে বলতেছে গেট খুলুন।আমরা মেডামের বন্ধু আর আজ মেডামের জন্মদিন সার প্রাইজ দিতে এসেছি।গেট ম্যান সত্যি ভেবে গেইট খুলে দেয়।তারপর তারা ভেতরে ঢুকে রুমে এসে হিমির বাবা কে বলে আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড আজকে ওর জন্মদিন তাই কেক কেটে উইশ করতে এসেছি।তখন হিমি বলে না বাবা এদের কাউকে চিনি না।
তার বেশ কিছু সময় পরে নিলয় খেলনা পিস্তল বের করে এবং বলে কেউ নরা চরা করবি না একদম মেরে দিব।টাকা পয়শা যা আছে বের কর।এরপরে তারা কান্না কাটি শুরু করে এবং বলে তাদের কাছে কিছু নাই নিলয়ের দুই বন্ধু পুরো ঘর তন্ন তন্ন করে খুজতেছিলো কিন্তু কোনো টাকা পাচ্ছিলো না।নিলয় বলে অবশ্যই টাকা আছে আমি দেখেছি আপনার বাবা ২০ লক্ষ টাকা ঘুষ নিয়েছে এবং সেই টাকা এই ঘরেই আছে।

ওদের মধ্যেই একটা গেঞ্জাম লেগে যায় হিমির মায়ের এবং হিমির বাবার। এরপরে তারা বলে আপনাদের জন্য একটু শরবত খাওয়ায় শরবত খাওয়ানোর কথা বলে শরবত এর মধ্যে তারা ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং বলে খান আপনারা। হিমির মা কথা বলতে বলতে হাপিয়ে যায় ফলে হিমির মা সেই পানি খায় এবং জ্ঞান হারিয়ে ফেলে তখন ধরা পরে যায়।
নিলয়র বললো যে আসলে৷ আমরা ডাকাত না আমার বাবার কাল অপারেশন অনেক গুলো টাকা দরকার আপনার বাবা কালকে ২০ লক্ষ টাকা ঘুষ নিয়েছে সেটা আমি দেখেছিলাম এবং তার পিছু নিয়েছিলাম দেখুন টাকা টা আমার লাগবেই নইলে আমার বাবা বাচবে না।তো টাকা টা তারা দেয় এবং কিছুদিন পরে নিলয় তাদের টাকা ফেরত দিয়ে দেয় কারন টাকাটা তার আর লাগে না।তার বাবা আগেই মারা যায়।

নিজের মতামত

বন্ধুরা নাটক টা আমার কাছে খুবই ভাল লেগেছে অনেকটা কমিডি টাইপের।নাটক দেখতে খুবই ভালো লাগে আমার।তবে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলের পক্ষে বাবা যে বাচানোর জন্য ডাকাত হয়।তবুও শেষ অবদি বাবাকে বাচাতে পারে না।সব মিলিয়ে অসাধারণ একটা নাটক ছিল আশা করি আপনাদের ভাল লাগবে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন একটি ব্লগে ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আসলে মানুষের জীবনে কখন কি হয়ে যায়, সেটা বলা মুশকিল। আপনি খুবই বাজেভাবে আহত হয়েছেন ভাই। আমাদের কমিউনিটির সবাই আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। ভাই এই মুহূর্তে ধৈর্য্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নেই। দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে যান। ভাই আমার বাড়ি মদনপুরে। আপনি কি বন্দর স্টিল মিলসে কাজ করতেন, নাকি মুনতাহা স্টিল মিলসে কাজ করতেন? আপনি তো দেখছি বারাকা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভাইয়া আপনি জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন বুঝতেই পারছি। আসলে আপনার এই অবস্থা দেখে সত্যিই অনেক খারাপ লাগলো। বিপদ কখন আমাদের জীবনে নেমে আসে আমরা কেউ বুঝতে পারি না। আপনার এই খারাপ সময়ে আশা করছি সবাই আপনার পাশে দাঁড়াবে।

আপু দোয়া করেন আমি যেন খুব দ্রুত সুস্থ হতে পারি।

 11 months ago 

হায়রে জীবন কার জীবনে কখন কি নেমে আসে সেটা বলা মুশকিল। আপনি সুস্থ একজন মানুষ কোম্পানিতে কাজ করতে গিয়ে আপনার এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল। আপনার বিস্তারিত লেখাগুলো পড়ে খুবই খারাপ লাগলো। আসলে আপনার জীবন যাত্রার দৃশ্য দেখে ভীষণ ভাবাচ্ছে আমাকে। আশা করি আমার বাংলা ব্লগ আপনাকে হতাশ করবে না। আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় সহযোগিতার হাত বাড়ায় এমন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। আপনার জন্য শুভকামনা রইল। আপনি যেন খুব সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন।

জি আপু দাদা আমাদের পাশে সব সময় ছিলেন এখনো আছেন আশা করছি ভবিষ্যতেও আমাদের পাশে সবসময় এভাবে থাকবেন। দাদা ও আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

 11 months ago 

আপনার পোস্টটি পড়ে সত্যি আমার খুবই খারাপ লেগেছে। সৃষ্টিকর্তার কাছে প্রথমে আপনার জন্য প্রার্থনা করি আল্লাহ তাআলা আপনাকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে পরিবারের দায়িত্ব আবারো কাঁধে নেওয়ার সুযোগ করে দেয়। আসলে এভাবে এক্সিডেন্ট এবং হাতগুলো ভেঙে গেছে মুখের অবস্থা ভয়াবহ, দেখে খুবই খারাপ লাগলো। অনেকদিন আপনি খেতে পারেননি। আপনার তাড়াতাড়ি সুস্থতা কামনা করি এবং আশা করছি মানবতার সেবায় আমরা সবাই আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ।

আপনার পরিবারের জন্য শুভকামনা রইল ধন্যবাদ ভাইয়া।

ভাই আপনার পোস্ট পড়ে কি বলব তার জন্য ভাষা খুজে পাচ্ছি না। তবে ভাই আপনি কখনোই মনের জোর হারাবেন না। মহান আল্লাহ তা'আলা অবশ্যই আপনাকে সুস্থতা দান করবে এবং সেই সাথে আপনার সকল সমস্যা সমাধানের ব্যবস্থা করে দিবেন। অনেকদিন আগে আমি আপনার একটি পোস্ট পড়ে জানতে পেরেছিলাম, আপনি আপনার পরিবারে একজন মাত্র উপার্জন ব্যক্তি ছিলেন। আর সেই অবস্থানে থেকে বর্তমান পরিস্থিতি মোকাবেলা সত্যিই কষ্টসাধ্য। আর এমন দিনে আমাদের প্রিয় বড় দাদা আপনার সঙ্গে রয়েছেন এটাই বড় প্রাপ্তি। চিন্তা করবেন না ভাই, আমার বাংলা ব্লগবাসী সকলেই আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ।

 11 months ago 

ভাইয়া আপনার পোস্টটি পড়ে খুবই খারাপ লাগলো।অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনাটির জন্য আপনাকে এবং আপনার পরিবারকে বেশ সাফার করতে হচ্ছে।এই অবস্থায় ধৈর্য্য ধরুন কারণ সৃষ্টিকর্তাই বিপদ দেন আমাদেরকে আবার উদ্ধারও করেন।আপনার আবেদনটি কার্যকর করেছেন আমার বাংলা ব্লগ কতৃপক্ষ।আপনার জন্য অনেক দোয়া রইল।পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে ভাই আপনার এই দুর্ঘটনার কথা জানতে পেরে খুবই কষ্ট পেলাম। আসলে এই দুর্ঘটনাকে জড়িয়ে হয়তো সান্তানা দেওয়া ছাড়া আর কোন উপায় নেই। তবে আপনার পাশে আছি আমরা সবাই।আর আমার বাংলা ব্লগের সাবাই মিলে আপনার সহযোগিতায় এগিয়ে আসবে এটা কামনা করছি।

 11 months ago 

আপনার ব‍্যাপার টা শুনে খুবই খারাপ লাগল ভাই। বিষয়টি আসলেই হৃদয়বিদারক। আসলে দূর্ঘটনা তো বলে কয়ে আসে না। আশাকরি আপনি খুব দ্রুতই সুস্থ‍্য হয়ে যাবেন। এবং আপনার পাশে আমার বাংলা ব্লগের পুরো পরিবার রয়েছে। আপনি চিন্তা করবেন না।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনার অবস্থা দেখে খুবই খারাপ লাগলো ভাই! উপর থেকে দূর্ভাগ্যবশত পরে গিয়ে হাতসহ মাড়ির এটা দেখছি ফেটে গিয়েছে! পরিবারের বড় একমাত্র ছেলে হওয়ায় দায়িত্বটা আপনার উপরেই ছিল! আপনার জন্য দোয়া রইল ভাই। আল্লাহ তায়ালা আপনাকে সুস্থ্যতা দান করুক

 11 months ago 

আপনার সুস্থতার জন্য আমার পক্ষ থেকে প্রার্থনা রইলো ভাই! সাথে সাথে আপনার আব্বু-আম্মুকও যেন এই কঠিন সময় পার করার মনোবল পাক, সেই প্রার্থনা। যেহেতু আপনার অবস্থা বেশ গুরুতর এবং ডাক্তার বলেছেন, আরো সময় লাগবে। দয়া করে এর মাঝের সময় গুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। নইলে সমস্যা আরো জটিল হতেই পারে। শুভকামনা রইলো ভাই। আশা করছি আপনার আবেদন মঞ্জুর হয়ে আপনি আপনার কাংখিত পরিমাণ অর্থ অবশ্যই এই কমিউনিটি থেকে পাবেন। আমরা আমরাই তো, বিপদে আমরাই তো একজন আরেকজনের পাশে দাঁড়াবো! সকলের প্রিয় বড়দাদা তো ব্যবস্থা করেই রেখেছেন এমন এক মহৎ উদ্যোগকে এবং উদ্যোক্তাকে শ্রদ্ধা জানাই।

Posted using SteemPro Mobile

জি আপু একটা দুর্ঘটনা যখন হয়ে গিয়েছে এখন তো ডাক্তারের পরামর্শে চলা ছাড়া কোন উপায় নেই।বড়দাদা সবসময় আমাদের পাশে থাকেন দাদার মহৎ উদ্যোগের জন্য অনেক অনেক ধন্যবাদ দাদ।