ভিন্নরূপে কোজাগরী লক্ষ্মী পুজো

in আমার বাংলা ব্লগ18 hours ago

নমস্কার বন্ধুরা,

আজ কোজাগরী লক্ষ্মী পুজা। প্রতিবছরই আমাদের বাড়িতে প্রতিমা তুলে মা লক্ষ্মী পুজা হয় তবে এ বছর একটু ভিন্ন ছিল। মূলত একটি কারণে এ বছর প্রতিমা তুলে পুজো হয়নি। যদিও পুজোর সমস্ত নিয়ম পালন না হলেও কিছু রীতি পালন হয়েছে। আমরা লক্ষ্মী পুজোর পরে ভক্তবৃন্দদের এবং আমন্ত্রিতদের কিছু ভান্ডারা দিই। এবার ভান্ডারার ব্যবস্থাটা রাখা হয়েছিল শুধুমাত্র পুজোটাই নিয়ম মেনে করা হয়নি। অন্য বার যেমন অত্যন্ত ব্যস্ততা থাকে পুজো সংক্রান্ত বিষয় গুলো নিয়ে, এবছর ব্যস্ততা শুধুমাত্র ভান্ডারা দেওয়ার ঘন্টা তিনেক সময়কে ঘিরে। ঠাকুর ঠাকুর করে পূজোর তিথির সময়টায় বৃষ্টিপাত একটুও হয়নি। যেভাবে বৃষ্টি দেখে আসছি একটা চিন্তা ছিল পুজোর দিনেও বৃষ্টি হতে পারে। শেষ পর্যন্ত এই সময়টা সম্পূর্ণ রূপেই শুকনো থেকেছে। যার ফলে ঈশ্বরের কৃপায় ভান্ডারা দেওয়ার সময় বেশ সুন্দরভাবেই পার করা গেছে।

1000092658.jpg

যেহেতু পুজো এবার হয়নি, তাই সন্ধ্যা বেলা থেকেই লেগে পড়েছিলাম ভান্ডারা গুছিয়ে নিতে। যখন ভান্ডাতে সবে হাত দিয়েছি সেই সময়ে মানুষের এক প্রকার ঢল আসা শুরু হয়েছে। এই কারণে অন্যবার দু তিনজন মিলে কাজকর্মগুলো শুরু করলেও হঠাৎ করেই আমরা এদের দুজনের উপরে খুব চাপটা বেড়ে যায়। মাঝে হাত ফাঁকা করার একটু সময় পাইনি। ভক্তবৃন্দরা এসেই গেছে সেই সাথে সাথে আমি এবং প্রতিবেশী এক ভাইপো ভান্ডারা সাজিয়েই গেছি। বাবা এবং পাড়ার ১ দাদা ভান্ডারা দেওয়ার দায়িত্বে ছিল।

1000092710.jpg

সন্ধ্যা বাড়তে বাড়তে মানুষের ভিড়ে যখন বাড়ল তখন যেন আর সামলানো যাচ্ছিল না। আমরা হাত চালিয়ে প্রায় ২৫০ এর উপরে ভান্ডারা প্যাকেট বানিয়ে সেগুলো দিয়েও দিয়েছি। একটা পুরো পলিথিনের আড়াইশো খানা প্যাকেটের ব্যাগ ঘন্টা খানিকের মধ্যে শেষ হয়ে গেছে। ভাবিনি মানুষের চাপ এইভাবে একসাথে আসবে তবে ঈশ্বরের কৃপায় সম্পূর্ণ ভালোভাবেই কেটেছে। রাত কিছুটা বাড়লে মানুষের ভিড় কমতে থাকল তবুও আমি অল্প বিস্তর ভান্ডারার প্যাকেট বানিয়ে সাজিয়ে রেখেছিলাম। রাতে লুচি লাবড়া এবং নাড়ু হিসেবে মায়ের আশীর্বাদ পেলাম।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

@kingporos, what a beautiful glimpse into your Kojagari Lakshmi Puja celebration! It's wonderful to see how you adapted this year while still upholding cherished traditions and providing Bhandara for the community. The photos truly capture the spirit of the event, from preparing the offerings to the overwhelming yet joyous turnout of devotees. The community support is palpable! It's inspiring to see how you managed the bustling crowd and continued to share the blessings of Lakshmi. Thank you for sharing this heartwarming experience with us on the Steemit blockchain. A truly blessed post.