নতুন ATH এ $PUSS 📈
নমস্কার বন্ধুরা,
$PUSS আজ ফের, All time high তৈরী করেছে। যখন লিখতে বসেছি তখন $PUSS এর মূল্য ০.০১৪ ডলারের কিছুটা উপরে। যদিও এখন ATH নতুন কিছু নয়। $PUSS রোজ নতুন নতুন ATH তৈরি করছে। ধীরে ধীরে যত দিন এগোচ্ছে দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে সেই সাথে মাঝে মধ্যে দাম কিছুটা কমে বিনিয়োগকারী দের কেনার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। মূলত $PUSS এর উপরে বিনিয়োগকারীরা আস্থা দেখাচ্ছে। মজার উদ্দেশ্যে নিয়ে শুরু হলেও আজ $PUSS যেদিকে এগোচ্ছে সেটা সত্যিই আনন্দের। কোনো কয়েনের জন্মলগ্ন থেকে, কয়েনের অংশ হয়ে থাকব সেটা কোনদিন কল্পনাতেও ভাবি নি। $PUSS এর অংশ হতে পেরে সত্যিই অত্যন্ত গর্বিত। দামের বিষয়টা সব সময় ওঠা কিংবা নামা করতে থাকবে, যে বিষয়টা আমাদের সবসময়ই ঠিক রাখা দরকার সেটা হলো প্রতিনিয়ত কাজ করতে থাকা।
ভবিষ্যত নিয়ে আমরা আরো উৎফুল্ল। #PussFi ইকোসিস্টেমের কেন্দ্র বিন্দুতে থাকা $PUSS একসময় ইউটিলিটি নির্ভর হয়ে যাবে। ব্লকচেইন প্রযুক্তি এবং #Web3 র সংযুক্তি। দুইয়ের মেলবন্ধন আরো ভালো কিছু আশা করা যায়। শুরুটা সহজ ছিলনা। বিগত কয়েক মাসের $PUSS উল্লেখযোগ্য ব্যবহার যোগ্যতা দামের স্থিরতা রাখতে নিশ্চিত। মার্কেট ক্যাপের দিকেও $PUSS দারুন উন্নতি করেছে। সপ্তাহখানেক আগে আমি Buy The Dip পোস্ট করেছিলাম তখন $PUSS মার্কেট ক্যাপ ৯ মিলিয়ন ডলারের কাছাকাছি ছিল, বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৪ মিলিয়ন ডলার।
কার্যকারিতা $PUSS এর গ্রহণযোগ্যতা বাড়াতে আরো সাহায্য করবে। আমার ধারণা, $PUSS ক্রিপ্টো জগতে নতুন কিছু উদ্ভাবন করতে সক্ষম হবে।সেই সাথে $PUSS নিজেকে ভিন্নধারার কয়েন হিসেবে গড়ে তুলবে। মিম কয়েন সাথে ব্যবহার যোগ্যতা। কয়েকটি চালু হয়ে গিয়েছে এবং ভবিষ্যতে আরো আসছে। যা #PussFi ইকোসিস্টেমের বৃহত্তর পরিকল্পনা $PUSS কে ইউটিলিটি কয়েন হিসেবে পরিচিতি তৈরী করে দেবে।
দাম সবসময়ই বাড়বে কমবে আবার $PUSS নতুন অলটাইম হাই তৈরি করবে। সেদিনও $PUSS এর সাথে আমার পথ চলা অবিরত থাকবে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
$PUSS এর নতুন ATH সত্যিই আমাদের জন্য গর্বের বিষয়। বিনিয়োগকারীদের আস্থা ও ধারাবাহিক উন্নতি একে শক্ত ভিত্তি দিচ্ছে। #PussFi ইকোসিস্টেমের সম্প্রসারণ এবং ইউটিলিটি ফিচার ভবিষ্যতে আরও সম্ভাবনাময় করে তুলবে। সামনে আরও সাফল্য কামনা করছি।