শীত বাড়ার আগেই বাড়িতে...
নমস্কার বন্ধুরা,
কড়া শীত পড়ার আগেই একবার বাড়ি ঘুরে আসার ইচ্ছে ছিল সেটা পূরণ করতে চলে এলাম। যদিও যে তারিখে বাড়ি যাবো ঠিক করেছিলাম সেটা কিছুটা উলটপালট হয়ে গেল শেষ মুহূর্তে এসে। হঠাৎ করে একটা কাজ চলে এসেছিল সেটা শেষ করে যখন বুঝতে পারলাম যে বাড়ি যেতে আর কোন বাধা নেই তখন চটপট তৎকাল টিকিট কেটে নিলাম। তৎকাল টিকিট কাটার সময় যথেষ্ট ঝামেলা হয়েছিল কারণ টিকিট কাটার পর পেমেন্ট হয়ে গিয়েছে কিন্তু টিকিট ফাইনালি পেয়েছি কিনা সেটাও জানতে পারিনি। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর ফের যখন রেলের অ্যাপটিতে লগইন করতে পারলাম তখন দেখি টিকিটটা বুক হয়ে গিয়েছে। আশ্বস্ত হতে পারলাম।
যথারীতি রাত্রি বেলায় ট্রেন। আগের দিনের মতো রিস্ক নিইনি। স্টেশনে আগেই পৌঁছে গেলাম। আমার মনে হয়, স্টেশনে আগে পৌঁছে যাওয়ার কিছু লাভ তো রয়েছে। যেমন আগের দিন ট্রেন মিস করে গিয়েছিলাম সেদিকের কোনো ভয় নেই। ততকাল টিকিট কাটার পরেও খুব ভালো সিট পেয়েছিলাম। সিটে উঠে সোজা ঘুমের দেশে পাড়ি দিলাম। পথে বেশ কয়েকবার ঘুম ভেঙে ছিল সেটা ট্রেনে হু হু করে আসা হাওয়ার জন্য। যেটা গরমকালে ভালো লাগে সেটাই আবার শীত কালে আরামদায়ক নয়।
সকাল বেলা যখন ঘুম ভাঙলো তখন দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, হালকা রোদের আভা ট্রেনের জানালা দিয়ে দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ চোখ বুজে রাখার পরে বুঝলাম ট্রেন স্টেশন ছাড়ছেনা। আশেপাশের লোকজনের কথা বলাবলি তে বুঝতে পারলাম সামনে কোন এক জায়গায় ট্রেনের বৈদ্যুতিন তারটি ছেড়ে গিয়েছে সেটির জন্য দাঁড়িয়ে আছে। বুঝলাম কিছু করার নেই, বেশ খানিকটা সময় লাগবেই তাই ঘুমিয়ে পড়াই ঠিক। ঘন্টাখানেক ঘুমিয়ে নিয়ে ফের যখন ঘুম ভাঙলো তখন দেখি ট্রেন দাঁড়িয়েই রয়েছে তবে এটা অন্য আরেক স্টেশনে। উঠে পড়লাম।
মুখ চোখ ধুয়ে সিটে বসে ভাবছি এই ছাড়বে এই ছাড়বে কিন্তু সে আর কিছুতেই হয় না। আরো ঘন্টাখানেক পরে ট্রেন ছাড়লো। ততক্ষণে বেলা বেশ বেড়ে গিয়েছে তবে রোদের তেজ খুব একটা নেই। মাঠের ধানগুলো কাটা হয়ে গিয়েছে। আহা! শিরশিরে হাওয়া সাথে মিঠে রোদ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
শীত বাড়ার আগে বাড়িতে গিয়ে ভালোই করেছেন দাদা। কারণ আপনাদের দিকে তো কলকাতার চেয়ে ঠান্ডা অনেক বেশি। তাই শীত বাড়ার আগে আগে বাসা থেকে ঘুরে,কলকাতায় ফিরে আসাটাই উত্তম। যাইহোক ট্রেনে চড়ে ঠিকঠাক মতো বাসায় গিয়েছেন তাহলে। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা ঠিক বলেছেন দাদা স্টেশনে আগেভাগে যাওয়াটা লাভ।কারণ ট্রেন মিস করার ভয় কিছুটা কম থাকে।শীত বাড়ার আগেই বাড়িতে গিয়েছেন বেশ ভালো করেছেন। ভালোভাবে পৌঁছেছেন জেনেও ভালো লাগলো। ফটোগ্রাফিগুলো অসাধারণ ছিল। শীতের সকালের মিষ্টি রোদ সত্যিই অনেক ভালো লাগে।ধন্যবাদ দাদা পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাড়ি যাওয়ার মজাই আলাদা৷ আপনার বাড়ির দিকে বোধকরি কলকাতার থেকে একটু বেশিই ঠান্ডা পড়েছে৷ তবে এখনও খেজুরগুড় পাওয়া যাচ্ছে না৷ যাইহোক, বাড়ি গিয়ে ছুটি উপোভোগ করুন। আর অনেক পিঠেপুলি খেয়ে আসুন৷