রামরাজাতলার ওয়েলকামের দুর্দান্ত কিছু খাবার খেলাম
নমস্কার বন্ধুরা,
সেদিন হঠাৎ করে রামরাজাতলা গিয়েছিলাম। কাজ কর্মের খুব বেশি চাপ পড়ে গেলে আমি রামরাজাতলা এক কলিগের বাড়িতে চলে যাই। সেখানে যাওয়ার দুটো কারণ, এক আমার বেশ কয়েকটা ক্লায়েন্ট সেই জায়গার আর দুই সেখানে আমরা দুই কলিগ টানা বেশ কিছু সময় ধরে একসাথে কাজ করে ফেলি। ফেব্রুয়ারি মাসের তিন সপ্তাহ কিছুটা ব্যস্ত থাকবো, তাই গিয়েছিলাম তার বাড়িতে। বিপত্তি হলো সেখানে পৌছে, হঠাৎ আমার জ্বর চলে এলো। ফলে কাজ করতে কিছুই পারিনি, তাই পরের দিন পর্যন্ত সেখানে রয়ে যাই। কোথাও গেলে রান্নার তেমন সুযোগ থাকে না, বাইরে থেকেই অর্ডার করতে হয়।
রামরাজাতলায় বেশ কিছু ভালো ভালো খাবারের দোকান রয়েছে তাই রান্নার সুযোগ পেলেও করি না যেহেতু খুব অল্প দামের মধ্যে ভালো খাবার দরকার পাওয়া যায় তাই রান্নার দরকারও হয় না। জ্বরের মুখে সেরকমই এক দোকানে চলে গিয়েছিলাম নাম, ওয়েলকাম। পথ চলতেই দোকানটা নজরে আসে। ভিড় দেখে বুঝলাম সেখানকার খাবার যথেষ্ট ভালো। জ্বর থেকে উঠেছি, সেদিন রাত্রে মুখে একদমই স্বাদ ছিল না। সেজন্য দোকানে গিয়ে অর্ডার করলাম, মাত্র দুটো জিনিস।
মূলত ডাক্তার দেখিয়ে যখন ফিরছিলাম সেই সময়ে তাদের দোকানে দেখি সুন্দর রুমালি রুটি বানানো হচ্ছে। অনেকদিন রুমালি রুটি খাই না। ফিরে আসার পথে সেই দেখে তর সইলো না। ঘরে এসে কিছুক্ষণ হ্যাং আউটে থাকার পরে খাবার অর্ডার করতে চলে গেলাম। রুমালি রুটি আর ডিম তড়কা অর্ডার করে দিলাম। আর দেখছিলাম চাওমিন কড়াইতে টস হচ্ছে। লোভ সামলাতে না পেরে সেটা এক প্যাকেট নিলাম। দুটো অর্ডার করে লাইনে বেশ খানটা সময় দাঁড়াতে হয়েছিল তাই ঘরে এসে অপেক্ষা করতে পারিনি। প্যাকেট খুলে ফেললাম, চাওমিনটা শুধু আমার জন্য কিনি সেটাই আগে পাতে সাজিয়ে গুছিয়ে নিলুম।
৪৫ টাকায় পুরো প্লেট ভরে গেলো। যা কলকাতায় ভাবাই যায় না। সত্য কথা বলতে চাউমিন দেখে আমার বেশ ভক্তি হয়েছিল। কারণ যে ভদ্রমহিলা চালাচ্ছিলেন তিনি দোকানটাকে পরিস্কার পরিচ্ছন্নই করে রেখেছেন। এবং খেয়ে দেখলাম চাউমিন যথেষ্ট স্বাদের। চাউমিন নিমেষে উড়িয়ে রুমালি রুটি আর এক তড়কার দিকে ঝুকলাম।
গরমা গরম রুমালি রুটি তড়কা দিয়ে দুর্দান্ত লাগলো। রুমালি রুটি প্রত্যেক পিস দাম ৬ টাকা করে আর ডিম তড়কা এক প্লেট ৬০। তড়কা আরামসে দুজনের হয়ে যাবে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmP19DcgDLcqo8JVv5xUWRYaPTB7DJc8qkDwLukNNVQnXp/1000017573.png)
Upvoted! Thank you for supporting witness @jswit.
সিজন খারাপ তাই সবাই অসুস্থ হচ্ছে।দাদা আপনার আগে সুস্থতা কামনা করছি তার পরে বলি খাবারের কথায় আসলে জ্বর হলে এরকম খাবার খেতে ভালো লাগে। চাউমিন দেখতে ভালোই লাগছে তাহলে খেতে ভালো ছিল আর তরকা রুটি দেখেই খাওয়ার ইচ্ছে করছে।সব মিলিয়ে ভালো লিখেছেন।
আসলে দাদা জ্বর থেকে উঠলে খাবার হওয়ার প্রতি মুখে একেবারেই রুচি থাকে না। যাহোক, এরকম জ্বর সেরে উঠা মুহূর্তে রামরাজাতলার ওয়েলকামের খাবার আপনার কাছে দুর্দান্ত লেগেছে জেনে বেশ ভালো লাগলো। আর যাইহোক আপনি কিন্তু খুবই রুচিসম্মত খাবার খেয়েছেন এতে কোন সন্দেহ নেই। যাহোক দাদা আমি আপনার সবসময়ের জন্য সার্বিক সুস্থতা কামনা করি।
চাউমিন,রুমালি রুটি এবং ডিম তড়কা এর দাম তো দেখছি একেবারেই কম। আমাদের এখানে রুমালি রুটি ১০ টাকা পিস বিক্রি করা হয়। তাছাড়া এই পরিমাণে চাউমিন দিলে মিনিমাম ১০০ টাকা নিতো। যাইহোক জ্বরের মুখে এমনিতেই খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না। তবে এই ধরনের মুখরোচক খাবার গুলো খাওয়া যায়। স্বল্প খরচে বেশ ভালোই খাওয়া দাওয়া করেছেন দাদা। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।