বিদায় বেলায় বসন্ত 🍂
নমস্কার বন্ধুরা,
শীতের জুবুথুবু অবস্থা কাটিয়ে ফাল্গুনের হাওয়া যখন বয়ে যায়, প্রকৃতি ও মানুষের মন এক উৎফুল্লতা ভরে ওঠে। "বসন্ত এসে গেছে" মেতে উঠি আমরা। সকাল এবং বিকেলে হালকা শীত, দুপুরের মৃদু রোদের তেজ, আর রাত্তিরে শীতল বাতাসে এক মনোরম আবহাওয়া তৈরী হয়। কিন্তু সব সুন্দর সময়ের শেষ আছে, বসন্ত তেমনি আমাদের মাঝ থেকে বিদায় নেয়। প্রকৃতির সবুজ ক্যানভাস ধীরে ধীরে ফিকে করে দিয়ে, গ্রীষ্মের গরম বাতাস জানান দেয় ঋতু পরিবর্তন। গাছের ঝরা পাতার সেটা যেন আমাদের আরো বেশি করে চোখে আঙুল দেখিয়ে জানান দেয়। গ্রামের পরিস্থিতি এখন কিছুটা আয়ত্তের মধ্যে থাকলেও, কলকাতায় তাপমাত্রা রীতিমতো গ্রীষ্মকালের মতো হয়ে গিয়েছে।
বসন্ত শেষের এসে হঠাৎ করে রঙ বদলে নেয়। সমস্ত পর্ণমোচী গাছ এসময়ে নিজের পাতা ঝরিয়ে ফেলছে। তেমনি দূর থেকে ভেসে আসা কোকিলের কুহু কুহু তান কমে গিয়েছে অনেকটাই, আর সকালবেলা মিষ্টি বাতাস বেশিক্ষণের সঙ্গী থাকছে না। হঠাৎ করে গরম ভাবটা বেশি বেশি করে অনুভূত হওয়া শুরু করেছে, রোদের পারদ টাও দিন দিন বাড়ছে। কলকাততে এখনই ৪০ ডিগ্রি অনুভূত হচ্ছে। বসন্ত হারানোর এক আভাস মনে গেঁথে বসেছে। যখন বসন্ত এসেছে, তখন উচ্ছ্বাস নিয়ে এসেছে, বিদায়ের বেলায় তেমনিই এক অদ্ভুত শূন্যতা হাতে তুলে দিয়েই যাচ্ছে। দোলের রঙ ধুয়ে যেতে সেটা আরো বেশি করে ঠাহর হচ্ছে। গ্রীষ্মের তীব্রতা ধীরে ধীরে গ্রাস করছে সবদিক।
তার মধ্যেও গ্রামের বিকেলের আবহাওয়া সত্যিই অত্যন্ত সুমধুর। দুপুরের রোদের তীব্রতা কমে গেলে হালকা শুষ্ক ঠান্ডা বাতাসে বিকেলের সবুজ মাঠে বসে থাকতে ভালোই লাগে। তবে মনে উঁকি দিচ্ছে কদিন পরে এই মাঠগুলোই ফেটে চৌচির হয়ে যাওয়ার আশঙ্কা। তবে বসন্তের অন্য মানেই পুরোপুরি বিষাদ নয়, নতুন পথচলার সূচনাও বটে। আসন্ন গ্রীষ্মের প্রস্তুতি নিচ্ছে জীবজন্তু এবং প্রকৃতি কূল। গ্রীষ্মের ঝলসানো রোদ, কাঁচা আমের টক স্বাদ, সেসব আসছে যে।
বসন্ত চলে যাচ্ছে ঠিকই, কিন্তু রেখে যাচ্ছে তার রঙ, তার ছোঁয়া, তার আবেশ আর বেশ কিছু মধুর স্মৃতি। তাই বসন্তের বিদায় শুধু একটি ঋতুর শেষ নয়, সূচনা নতুন সময়ের, নতুন ঋতুর।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে বসন্তকাল সবাই খুব পছন্দ করে। তাই বসন্ত কালের বিদায় বেলায় মনটা কিছুটা খারাপ হয়ে যায়। ইতিমধ্যেই গরমের তীব্রতা বাড়তে শুরু করেছে। গ্রীষ্মকাল যে আসছে, সেটা ইতিমধ্যেই সবাই বুঝতে পারছে। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বসন্তের রঙিন আবেশ যেমন মন ভরে দেয়, তেমনি তার বিদায় এক শূন্যতা সৃষ্টি করে। আপনার লেখায় এবং ছবিগুলোতে প্রকৃতির এই পরিবর্তনের সৌন্দর্য ও অনুভূতি অনুভব করলাম। ঋতুর এই রূপান্তর আমাদের জীবনেরই প্রতিচ্ছবি।