Buy the Dip! $PUSS কেনার আবার সুযোগ 🐾

in আমার বাংলা ব্লগ4 days ago

নমস্কার বন্ধুরা,

যেকোনো মার্কেট ওঠা ও নামা পর্যায়ক্রমে চালাতে থাকে। $PUSS যখন শুরু হওয়ার কিছুদিন পর দাম খুবই তাড়াতাড়ি নামা শুরু করে দেয় তখন আমি Buy The Dip নিয়ে কিছু পোস্ট করি। আবার সেই সুযোগ ফিরে এসেছে। বিভিন্ন এক্সচেঞ্জে চরম পর্যায়ে বিক্রির স্রোত অব্যাহত থাকায় $PUSS এর দামে কিছুটা পতন হয়েছে। ধাক্কা কিছুটা সহ্য করে ফের $PUSS ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করছে। $PUSS শুরু থেকেই বহু ধাক্কা সহ্য করে এখন অনেকটা স্থিত অবস্থায় আছে। মাস চারেক আগে যখন Buy the Dip নিয়ে লেখালিখি করি তখন দাম অনেকটাই কম ছিলো। পরবর্তী সময়ে সে দাম কিন্তু এখন তার দ্বিগুণ হয়ে গিয়েছে। মাঝে আরো অনেকটা বেড়ে গিয়েছিল তবে বিক্রির স্রোত না থামায় সেটাই কিছুটা বিচ্যুতি হয়েছে।

1000069581.png

যারা বহুদিন ধরে ক্রিপ্টো মার্কেটের সাথে জড়িয়ে তারা "Buy the Dip" এর অর্থ জানেন। সহজ ভাষায় এর অর্থ দাম যখন কম থাকবে তখন কিনে ফেলা। ক্রিপ্টো জগতে অন্তত সেটাই বারবার প্রতিফলিত হতে দেখা যায়, দাম কম থাকাকালীন অবস্থায় যারা কেনেন তারাই লাভবান হন। সবার কাছে এটাই সূবর্ণ সুযোগ। কিছুটা হলেও $PUSS কিনে নিন। আমার পরামর্শ থাকবে, $PUSS কয়েনের দাম অল্প নেমে এলে যতটুকু পারবেন $PUSS কিনে রাখবেন। কারণ ধীরে ধীরে $PUSS কয়েনের কার্যপ্রণালী, ব্যবহার সবই নির্ধারণ হয়ে যাচ্ছে। আশা করছি খুব সত্বর নতুন কিছু প্রজেক্ট আপনাদের সামনেও প্রকাশ পাবে।

1000107224.jpg

তাই বারবার একই কথা আপনাদের বলবো, যতটা পারবেন $PUSS কিনে রাখুন। $PUSS এর পেছনে যেসব ভাবনা গুলো রয়েছে তা ভবিষ্যতে তথাকথিত ডিসেট্রালাইজড ব্লগিং জগতকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। $PussFi ইকোসিস্টেম গড়ে তুলবে এক বিশ্বাসযোগ্য একটা। সাধারন মানুষ তখন এই ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে দিকে ঝুঁকবে, এবং $PUSS হয়ে উঠবে তার অপরিহার্য অংশ। ব্যবহার যোগ্যতার সাথে মজা। $PUSS এর আরো কিছু কার্যকারিতা চালু হলে $PUSS সম্পূর্ন ইউটিলিটি কয়েন হিসেবে গড়ে উঠবে।

1000107225.jpg

$PUSS এ আরো নতুন ফিচার্স আসতে চলছে। দাদার তত্ত্বাবধানে সঠিক পরিকল্পনা, প্রতিশ্রুতিবদ্ধতা এবং দায়বদ্ধতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি । আজ তাই $PUSS এর ৭ মাস পূর্ণ হওয়ার দোরগোড়ায় ফের উৎসাহের সাথে বলছি, Buy The Dip।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

একেবারে সময়োপযোগী একটি পোস্ট শেয়ার করেছেন দাদা। পুস কয়েন এর দাম এখন আসলেই কম। তাই এই সুযোগে সবার উচিত বেশি বেশি করে পুস কয়েন কিনে রাখা। যারা এখন পুস কয়েন কিনে রাখবে,তারা পরবর্তীতে নিশ্চিত লাভবান হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।