৫ মিলিয়নের গন্ডি পেরিয়ে গেলো $PUSS

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,

মাঝে মাত্র পাঁচদিন কেটেছে, আর তার মধ্যেই $PUSS ৪ মিলিয়ন থেকে ৫ মিলিয়নের গন্ডি পেরিয়ে গেলো। কদিন আমরা শুধু যেন হাওয়ায় ভাসছি। সপ্তাহ দুয়েক মার্কেট কিছুটা সেল প্রেসারের কাছে স্টেবল থাকার পরে চার মিলিয়নের গন্ডি পেরোলো ২৮ তম দিনে, তার ঠিক পাঁচ দিন পর ৩৩ তম দিন পাঁচ মিলিয়নের গন্ডি পেরিয়ে গেলাম আমরা। ভাবুন! কয়েন জন্মের ৩৩ দিনে পাঁচ মিলিয়ন মার্কেট ক্যাপ। আসলে মাঝে দশ বারো দিন প্রচুর বিক্রির প্রেসার সহ্য করে চার মিলিয়নের গন্ডির খুব কাছাকাছি এসেও আটকে যাচ্ছিলো। কিছুতেই কাঙ্ক্ষিত চার মিলিয়নের গন্ডি পার হচ্ছিলো না, অবশেষে সেটা বাধাও আমরা পেরিয়ে গেলাম। যখন দাম বিশেষ নড়ছিলো না, তখন আমি Buy the Dip পোস্ট করেছিলাম। মূলত তখন $PUSS এর দাম ছিল, ০.০১৬৫০ TRX আজ তা দ্বিগুণ এর বেশি ০.০৩৫০০ TRX।

1000017955.jpg

আমি আজ এতটা উত্তেজনা অনুভব করছি যে ভাষায় প্রকাশ করতে পারছি না। $PUSS কয়েন মাত্র ৩৩ দিনে পাঁচ মিলিয়নের গন্ডি পেরিয়ে গেল সেই সাথে আমরা এখন CoinMarketCap লিস্টেড। আগামী দুদিনের মধ্যে আমরা Poloniex এও লিস্টেড হতে চলেছি। অনেক গুলো মাইলস্টোন একসাথে ছুঁয়েছে $PUSS। এসবের কৃতিত্ব যে মানুষটির জন্য আমরা দেখেছি তিনি হলেন আমাদের দাদা। তার দৌলতেই আজ $PUSS এই উচ্চতায় পৌঁছেছে এবং সেখানে পৌঁছে এতটা স্থির জায়গায় রয়েছে।

1000029586.jpg

যেহেতু তিনি আছেন তাই বারবার আপনাদের সাথ দেওয়ার কথা বলি। দাম বেড়ে যাওয়া বা কমে আসা দুটো বিষয় মার্কেটের উপরে নির্ভর শীল থাকে, সেটা নিয়ে আমাদের ভেবে লাভ নেই। আমরা যেটা রোজ করতে পারব তা হলো, কাজ। প্রমোশন করার কাজ। সেটাই আমাদের মূল লক্ষ্য। যে পরিকল্পনা গুলো নিয়ে $PUSS কে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তা বিবেচনা করেই বারংবার আমরা আপনাদের কিছুটা হলেও $PUSS কিনে রাখার অনুরোধ করে আসছি। $PUSS আমার বাংলা ব্লগের প্রথম কয়েন সেই সূত্রে আমাদের কয়েন। সেকারণে আমাদের কাছে $PUSS বেশি বেশি থাকা জরুরি। আমাদের $PUSS একসময় ডিসেন্ট্রালাইজড ব্লগিংকে অন্য মাত্রায় পৌছে দেবে। সেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়ার সেন্সরশিপ থেকে বাঁচতে সবাইকে Web3 র দিকে ঝুঁকতে হবে।

1000028333.jpg

$PUSS চলতে থাকুক। আমরাও চলতে থাকি। আমরা অল্প অল্প $PUSS কিনতে থাকি। কয়েন তৈরি হওয়ার দু দিনে Sun Swap লিস্টেড, নিমিষে মার্কেট ক্যাপ ১ মিলিয়ন, ১০ দিনে ২ মিলিয়ন, ১৬ দিনে ৩ মিলিয়ন, ২৮ দিনে ৪ মিলিয়ন এবং ৩৩ তম দিনে ৫ মিলিয়ন। সামনে Poloniex লিস্টিং। তাহলে বুঝতেই পারছেন To the Sun ☀️ এখন শুধু সময়ের অপেক্ষা।



"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao #TronMemeSeason $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

একদম ঠিক বলেছেন ,puss টোকেনকে কোন কিছু দিয়েই আটকে রাখা সম্ভব নয়। খুব দ্রুত এর প্রাইস বৃদ্ধি পাচ্ছে। এর সম্পূর্ণ কৃতিত্ব দাদার। দাদা যেভাবে দিন রাত না ঘুমিয়ে পরিশ্রম করছে তার সফলতা না এসে যাবে কোথায়। তাছাড়া সি ই এক্স এ লিস্টিং হলে এর মার্কেট ক্যাপিটাল কত হবে তা কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে। যাইহোক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 2 months ago 

পুসের ঊর্ধ্বগতি সকলকে প্রতিদিন চমকে দিচ্ছে। দাদার সৌজন্যে এই কয়েনের এমন গতীময়তা আমাদের সকলকে রোজ যেন নতুন লক্ষ্য স্থির করতে বাধ্য করাচ্ছে। প্রতিদিন একটি একটি করে মাইলস্টোন পেরিয়ে চলেছে পুস৷ স্বপ্ন যেন সত্যি হয়ে উঠছে। আপনার পোস্ট অনেক তথ্য দিল৷ উপকৃত হলাম৷ অনেক ধন্যবাদ

 2 months ago 

একদমই ঠিক বলেছেন সব কিছু বড় দাদার কারনে সম্ভব হয়েছে। আমরা সকলেই পুশ কয়েন নিয়ে আশাবাদী। আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনার লেখা গুলো থেকে অনেক কিছু বুঝতে পারলাম।

 2 months ago 

দাদা এখন তো পুস কয়েন এর মার্কেটক্যাপ ৭.৩ মিলিয়ন ডলার। আজকে তো পুস পুরোপুরি ফায়ার। পুস কয়েন এর প্রাইস যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মাঝেমধ্যে তো অবিশ্বাস্য মনে হয়। আসলেই সবকিছু সম্ভব হয়েছে দাদার কারণে। পুস কয়েন নিঃসন্দেহে এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 months ago 

আজকে বড় দাদা ছিল বলে আমরা এই কয়েনের মুখ দেখতে পেরেছি। আমরা সকলে আশাবাদী এই কয়েন আমাদের জন্য অনেক সুবিধা এবং ভবিষ্যৎ বয়ে আনবে। বেশ ভালো লাগলো এত সুন্দর একটি তথ্য জানতে পেরে।

 2 months ago 

এখন ৭ মিলিয়ন অতিবাহিত হয়ে গিয়েছে দাদা হা হা। puss এখন প্রতিদিন এক মিলিয়ন এর বেশি মার্কেট ক‍্যাপ অর্জন করছে। এটা খুবই ভালো একটা দিক। আশাকরি আজ poloniex এ ট্রেড শুরু হলে দারুণ কিছু হবে।