পুজো পরিক্রমা ২০২৪: আলিপুর সার্বজনীন ১

in আমার বাংলা ব্লগ6 days ago

নমস্কার বন্ধুরা,

সুরুচি সংঘ থেকে বেরিয়ে সোজা পৌঁছে গেলাম নিউ আলিপুরে। সেখানে আমি একটি মাত্র পুজো মন্ডপ দেখবো ভেবে গিয়েছি, আলিপুর সর্বজনীন। বিগত বছরে তাদের মন্ডপ আমাকে রীতিমত অভিভূত করে দেয় তাই এবারে ফের সেখানে যাওয়া। ২০২৪ সালে আলিপুর সর্বজনীনের পুজো ৭৯তম বর্ষে পদার্পণ করেছে, এবছর তাদের ভাবনা "সং কল্প"। 'সং' বলতে বোঝানো হয়েছে 'বহুরূপী' এবং 'কল্প' অর্থাৎ 'রূপ'। মূলত বাংলার প্রান্তিক লোকশিল্প 'বহুরূপী' দেরকে কেন্দ্রবিন্দু করে এই বছরের তাদের থিমের বিন্যাস। গ্রাম বাংলায় বহুরূপীরা হলো এমন লোকশিল্পী যারা বিভিন্ন দেবদেবীর রূপে নিজেদের সাজিয়ে গ্রামে গ্রামে গিয়ে নানান পালাগান পরিবেশন করে। যদিও বর্তমানে সময়ে এই লোকশিল্প প্রায় বিলুপ্তির পথে, সেই সাথে লোকশিল্পীরাও। আলিপুর সর্বজনীন সেই প্রাচীন লোকশিল্পকেই কিছুটা পুনর্জীবিত করতে উদ্যোগী হয়ে পুজো মন্ডপকে গড়ে তুলেছে। আমরা যাতে বাংলার সেই বহুরূপীদের ভুলে না যাই সেজন্যই তাদের প্রচেষ্টা।

1000101335.jpg

একটা সময় ছিল যখন আমাদের হাতে মুঠোফোন এবং বোকা বাক্স আসবার আগে গ্রামে গ্রামে যাত্রা, পালাগান দেখা যেত। সেই সময়ে দুর্গাপুজোর সময় কিছু মানুষজন সাজ নিয়ে মহিষাসুরমর্দিনী পালাগান করত। মহিষাসুরমর্দিনী পালার পুরো ঘটনাটি তারা অভিনয় করে, নৃত্য করে এবং মুখাভিনয় করে দেখাতেন। সময় পাল্টেছে সেই সাথে যুগ পাল্টে গিয়েছে, এখন টিভি ও মোবাইললের দৌরাত্বে মানুষজন স্ক্রিনের দিকে আটকে গেছে। আর সেই চাপ সরাসরি পড়েছে আমাদের গ্রাম বাংলার সাথে জড়িয়ে থাকা বিভিন্ন ধরনের লোকশিল্পীদের উপরে। যে সমস্ত মানুষ একসময় গ্রামবাংলায় এই সমস্ত পালা করে বেড়াতেন তাদের জীবন ও জীবিকা প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে। তাদেরকে নিয়েই নিউ আলিপুর সর্বজনীনে দুর্গা পুজো কমিটির এবছরের ভাবনা।

1000099520.jpg

1000099521.jpg

1000099524.jpg

ভাবনাটাকে ফুটিয়ে তোলার জন্য পুরো পুজো মন্ডপ সাজানো হয়েছিল লোকশিল্প ও লোকশিল্পীদের ঘিরে। শুরুতে লোকশিল্পীদের এবং লোকশিল্পের পেছনে যে পরিশ্রম সেটা ফুটিয়ে তোলার কিছুটা প্রচেষ্টা হয়েছে। গত বছর যখন আলিপুর সর্বজনীনের পুজো দেখতে এসেছিলাম সেই সময়ে দেখেছি, যে মন্ডপটা দুটো ভাগে বিভক্ত। একটা পাড়ার গুলি দিয়ে খানিকটা ঢুকে যেতে হয় তারপর একটা বাঁক থেকে কয়েকটা বাড়ির চারপাশে একটা ফাঁকা জায়গায় মূল মণ্ডপ। ঢোকার গলিতেই "সং কল্প"- কাদের নিয়ে তার কিছুটা আভাস পেলাম।

1000099525.jpg

1000099526.jpg

1000099553.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

লোকশিল্প এবং লোকশিল্পীদের থিম কে কেন্দ্র করে আলিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি যেমন সুন্দর করে এই সম্পূর্ণ মণ্ডপটি ফুটিয়ে তুলেছেন, তার কোন বিকল্প নেই। অসাধারণ শিল্প কর্মের নিদর্শন হিসাবে এই মন্ডপটি তৈরি করা হয়েছিল। আপনার পোস্টের সেই মন্ডপের এত সুন্দর ডিটেল এবং ছবি দেখে ভীষণ ভালো লাগলো। এই অসময়ে দূর্গা পূজার পোস্ট গুলো দেখলে যেন মনটা আনন্দে নেচে ওঠে আর দিন গোনা শুরু হয়ে যায়।

 5 days ago 

আমরা যাতে বাংলার সেই বহুরূপীদের ভুলে না যাই সেজন্যই তাদের প্রচেষ্টা।

আসলে দিনদিন পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আলিপুর সার্বজনীন এর চিন্তা ভাবনা বেশ ভালো। সত্যি বলতে তাদের থিমটা বেশ ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া তাদের সম্পূর্ণ আয়োজন দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।