প্যান্ট বদলাতে গিয়ে আরো কিছু কেনাকাটা হয়ে গেলো...

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার বন্ধুরা,

কেনাকাটা এমন বিষয় যে কিছুটা করে থেমে যাওয়া যায় না। আমার সাথে তেমনিই ঘটনা ঘটে গেলো। সেদিন পুজোর কেনাকাটা করতে গিয়ে একটার পরিবর্তে দুটো জিন্স কিনে ফেলি। বাড়ি গিয়ে লক্ষ্য করলাম সেই দুটো জিন্সের একটা জিন্স প্যান্টে হালকা কাপড় ফেঁসে আছে। যখন কিনেছিলাম তখন বিষয়টা চোখে আসেনি তবে বাড়ি পৌঁছে যখন লক্ষ্য করলাম তখন বুঝলাম ফাঁস হালকা হলেও পরবর্তীতে সেটা বড়ো হয়ে যাওয়ার প্রবল সম্ভবনা আছে। তখনই ভেবে রেখেছিলাম প্যান্টের ট্যাগ না সরিয়ে একদিন গিয়ে সময় করে বদলে নিয়ে আসবো। ফ্যাশন ফ্যাক্টরি থেকে জামাকাপড় কেনার মজা এটাই, কিছু কিনলে ৩০ দিন পর্যন্ত জামা কাপড়ে কোনো সমস্যা দেখা দিলে কাপড় বদলে নেওয়ার সুযোগ থাকে। মনে মনে দিন গুনছিলাম আর ভাবছিলাম কবে সেই সুযোগটা আসবে আর আমি প্যান্ট টা বদলে নিয়ে আসবো।

1000042624.jpg

1000042627.jpg

অবশেষে পঞ্চমীর দুপুরবেলায় অল্প কিছুটা ফাঁকা পেয়ে আবার চলে গেলাম ফ্যাশন ফ্যাক্টরিতে। সেই দুপুরবেলা বেছে নিলাম, কারণটাই হলো সেই সময় সবচেয়ে মানুষজন কম থাকে। আর যেহেতু পুজো শুরু হয়ে গেছে তাই সন্ধ্যে হলেই কেনাকাটা জন্য খুব ভীড় বাড়বে। সেইটা থেকেই বাঁচতে মূলত এই সময় বেছে নেওয়া। দুপুরবেলায় গিয়ে দেখলাম মোটামুটি ফাঁকাই রয়েছে জামাকাপড় তবে প্যান্টটা বদলাতে বেশ কিছুটা সময় লাগলো। কারণ প্যান্টটা যেখান থেকে কিনেছিলাম সেইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এদিক ওদিক কিছুক্ষন খুঁজে তারপর নতুন জায়গা পেয়ে গেলাম। তারপর আর কি আমার সাইজ দেখে নিয়ে নিলাম।

1000042625.jpg

1000042628.jpg

1000042629.jpg

আমার প্যান্ট পেয়ে যাওয়ার পর কি মনে হলো কিছু লিভাইসের জিন্স দেখতে শুরু করলাম। শুনি সবার কাছেই অন্তত একটা লিভাইস জিন্স থাকা দরকার, আমিও অনেকদিন পর কেনাকাটা করছি তাই ঠিক করলাম লিভাউস জিন্স নিয়ে নিলেই হয়। সুযোগ পেয়ে বেশ কিছু লিভাইস জিন্স পছন্দ করে একটা ব্লিচড ডেনিম জিন্স পছন্দ করে ফেললাম। আর সত্যি বলতে আমার একটা ব্লিচড ডেনিম জিন্স দরকার ছিলো। আগের ব্লিচড ডেনিম জিন্সটা কিছুদিন আগে দেহ রেখেছে, সেটা প্রায় সাত বছর সঙ্গ দিয়েছে। তার গতি হওয়ার জন্য নতুন একটা জিন্স নিয়ে নিলাম, এইবার সোজা লিভাইস। জিন্সের কোয়ালিটিটা খুবই ভালো লাগলো।

1000042626.jpg

1000042630.jpg

ফ্যাশন ফ্যাক্টরি থেকে বেরিয়ে একটা বিষয়টা খুবই মজা লাগলো। আমি গিয়েছিলাম একটা জিন্স কেনার জন্য, শেষ পর্যন্ত তিনটে জিন্সে কেনা হয়ে গেল। কেনাকাটা করতে গেলে যে কোথা থেকে কি ভালো লেগে যায় সেটা বোঝা যায় না। আমার নতুন কিছু প্যান্ট দরকার ছিল, যেগুলো কিনে ফেলতে পারলাম। এটাই প্রাপ্তি।



"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao #TronMemeSeason $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

জিন্স প্যান্ট পাল্টে খুব ভালো করেছেন দাদা। নয়তো কিছুদিনের মধ্যেই কাপড় ফেঁসে যেতো, তখন ফেলে দিতে হতো। যাইহোক কেনাকাটা ব্যাপারটা এমনই দাদা। একটা কিনতে গেলে কয়েকটা কেনা হয়ে যায়। আসলে কিছু পছন্দ হলে রেখে আসা যায় না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

কেনাকাটার ব্যাপারটি এমনই দাদা কোথা থেকে কোনটা ভালো লেগে যায় বলা মুশকিল।একটা কেনার কথা ছিল তিনটা জিন্স প্যান্ট কিনে ফেললেন দেখে অনেক ভালো লাগলো।শপিং করলে মনটাও অনেক আনন্দে থাকে।অনেক ধন্যবাদ দাদা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @kingporos,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 yesterday 

এদের সিস্টেম টা বেশ ভালো লেগেছে। ৩০ দিনের মধ্যে ফেরত দেওয়া যাবে। আমাদের দেশের অধিকাংশ দোকানে তো দুইদিন পর গেলেও দিতে চাই না। একটা পাল্টাতে গিয়ে আরও কয়েকটা জিন্স কিনে আনা এটা বেশ ছিল হা হা। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার পোস্ট টা দাদা।