$PUSS কয়েন দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে চলছে
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৪-১১-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি $PUSS কয়েন দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে চলছে । আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই হাতমুখ ধুয়ে সকালবেলায় হালকা একটু নাস্তা খেয়েছি। তারপরে বাড়ি থেকে বাইক বের করে প্রথমে মাছের পুকুরে খাবার দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। খাবার দেওয়া শেষ করে এসে বেশ কিছু সময় ল্যাপটপ এবং মোবাইল ফোন নিয়ে বসে ছিলাম $PUSS কয়েনের প্রমোশনের কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ সকাল থেকে এখন পর্যন্ত কাজগুলো মোটামুটি কমপ্লিট করেছি। এখনো কিছু কাজ বাকি আছে হয়তো বিকেলবেলা থেকে আবারও রাত্রি পর্যন্ত কাজগুলো শেষ করব। তার আগেই $PUSS কয়েনের মার্কেট ক্যাপ দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো আমরা সকলে মিলে চেষ্টা করলে সবকিছুই সম্ভব আমি মনে করি। তবে চলুন $PUSS কয়েন সম্পর্কে আমার নিজের অভিজ্ঞতার আলোকে আপনাদের মাঝে বিস্তারিত কিছু শেয়ার করি..........
আমি প্রায় প্রতিনিয়ত $PUSS কয়েন সম্পর্কে বিভিন্ন মার্কেটে ঘাটাঘাটি করে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করছি $PUSS কয়েনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সকাল বেলায় আমি $PUSS কয়েনের sunpump মার্কেটে প্রবেশ করে বেশ কিছু সময় ঘাটাঘাটি করেছে এবং বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি সেই তথ্যগুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরতে যাচ্ছি। গত কয়েকদিন আগে আমি দেখেছিলাম আমাদের সকলের প্রিয় $PUSS কয়েন ৮ নম্বর রেংকিং এ অবস্থান করছিল। আজকে সকাল বেলায় আমি যখন আবার sunpump মার্কেটে প্রবেশ করেছিলাম তখন দেখি আমাদের পুশ কয়েন ২ ধাপ এগিয়ে আবারও ৬ নম্বর অবস্থানে উঠে এসেছে। সত্যি আমাদের সকলের প্রচেষ্টা এবং সকলের সহযোগিতার মাধ্যমে আমরা এত দ্রুত $PUSS কয়েন কে সামনের দিকে উঠিয়ে নিয়ে আসতে পেরেছি এটা আমাদের সকলের জন্য বেশ আনন্দের বিষয়। আমি মনে করি $PUSS কয়েনের দাম যদি বৃদ্ধি পেলে সকল ইউজার উপকৃত হবে সেই সাথে আমাদের এই প্ল্যাটফর্ম টা আরো অনেক উচ্চতায় পৌঁছে যাবে। তাই আমাদের সকল ইউজারের সাহায্য প্রয়োজন তাই আপনারা সবসময় আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে সকলে একসাথে যদি কাজ করি তাহলেই অবশ্যই সম্ভব সফলতা অর্জন করা।
আজকে সকাল বেলায় আমি $PUSS কয়েন সম্পর্কে টুইটারে এবং কয়েন মার্কেট ক্যাপে বেশ কয়েকটি পোস্ট করেছি চেষ্টা করছি সব সময় আপডেট কিছু তথ্য সেখানে শেয়ার করার জন্য। $PUSS কয়েন কে কিভাবে সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায় সব সময় সেই চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমাদের সাথে সকল ইউজার বেশ সুন্দরভাবে কাজ করছে এটা দেখে সত্যি আমি বেশ আনন্দিত। আমি সকালবেলায় কয়েন মার্কেট ক্যাপে অ্যাকাউন্টে ঢুকিয়ে বেশ কিছু সময় $PUSS কয়েন সম্পর্কে একটু এনালাইস করেছি। আমার এই ছোট্ট জ্ঞান নেই আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের মাঝে সেই সম্পর্কেই কিছু তথ্য নিচে তুলে ধরব।
আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন $PUSS কয়েন গত ২৪ ঘন্টায় ১৬.৩৭% বৃদ্ধি পেয়েছে। আমি আশা করছি আজকের দিন শেষ হওয়ার আগেই $PUSS কয়েন আরো বৃদ্ধি পাবে এটা আমাদের সকলের প্রত্যাশা। গত ৭ দিনে $PUSS কয়েন বৃদ্ধি পেয়েছে ৬৫.৭%। গত ৩০ দিনে $PUSS কয়েন বৃদ্ধি পেয়েছে ৪৩.৭৭% । আমি আশা করছি খুব দ্রুত দাম আরো বৃদ্ধি পাবে প্রত্যেকটা মানুষের ধরা ছুয়ার বাইরে চলে যাবে হয়তো। এখন বর্তমান $PUSS কয়েনের মার্কেট ভ্যালু ৭.২৩ মিলিয়ন। আমি আশা করছি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
x-promotion
প্রতিদিন পুস কয়েনের মার্কেট ক্যাপিটাল বেড়েই চলেছে, আর বাড়তে থাকলে সামনে আরো অনেক দূরে এগিয়ে যাবে।পুস কয়েন আমাদের কে একটি সুযোগ দিয়েছিল, যারা এই সুযোগ কাজে লাগিয়েছিলেন, তারা অবশ্যই লাভবান হতে পেরেছে। আশা করছি পুস কয়েন একদিন অনেক দূরে এগিয়ে যাবে।
ঠিক বলেছেন ভাই এই সুযোগ যারা কাজে লাগাবে তারাই পরবর্তীতে লাভ বানাহতে পারবে।
পুস মার্কেটে ব্যাপক পাম্প করেছে। সকালের দিকে মার্কেট অনেক ভালো ছিল কয়েন গুলোর মধ্যে ৬ নাম্বার অবস্থানে ছিল তবে এখন মার্কেট কিছুটা ডাউন থাকলেও আশা করছি খুব দ্রুত আবার আগের অবস্থানে ফিরে আসবে।
ঠিক বলছেন ভাই আশা করা যায় খুব দ্রুত আবারো মার্কেটক্যাপ উপরের দিকে বৃদ্ধি পাবে।
আসলেই ভাইয়া সকাল থেকেই দেখছি পুষ কয়েন দুর্বার গতিতে আবার সামনের দিকে এগিয়ে চলছে। এভাবে বৃদ্ধি পেতে থাকলে ভবিষ্যতে আমাদের প্রত্যেকেরই জন্যে ভালো কিছু অপেক্ষা করছে।
আশা করা যায় $PUSS টোকেন থেকে সকলের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।
হ্যাঁ মামা তুমি ঠিক বলেছ। দিন দিন কয়েন কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তাই আমাদের এই মুহূর্তে প্রয়োজন যে যার মত কিনে রাখার। এমন একটা দিন আসবে চেষ্টা করলেও কিনা সম্ভব হবে না।
ধন্যবাদ পোস্ট পড়ে গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।
সত্যি পুশ যেভাবে ডাউন দিয়েছিল সবাই হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েকদিন পুশ যেভাবে উঠেছে সেটা সত্যি সাড়া জাগানো। চমৎকার একটা আপ দেখতে পেয়েছি আমরা Puss এ। আশাকরি পুশের মার্কেট সবসময় এইরকমই আপ থাকবে।।
আশা করা যায় এর থেকেও ভালো কিছু অপেক্ষা করছে সামনে আমাদের সকলের জন্য।
পুশ কয়েন আসলেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যেটা খুবই ভালো একটি বিষয়।এই সময় অনেক কয়েন হোল্ড করতে পারলে লাভবান হওয়া যেতে পারে,ধন্যবাদ।
ঠিক বলেছেন এই সময় $PUSS কয়েন হোল্ড করে রাখতে পারলে ভালো কিছু হবে।