টার্গেট ডিসেম্বর সিজন -৫ ( ৫০ স্টিম পাওয়ার আপ বৃদ্ধি )

in আমার বাংলা ব্লগ10 days ago

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৪-০৩-২০২৫)

1000081863.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ৫০ স্টিম পাওয়ার আপ বৃদ্ধ। আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন @rex-sumon ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রত্যেক সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতা চালু রাখার জন্য। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজকে আমার দ্বিতীয় ক্লাস ছিল শেষ রাতে সেহরি খেয়ে সকাল বেলায় mrt ফলো করে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রুম থেকে বের হয়েছিলাম সাতটার দিকে আমার ৮:৩০ মিনিটে ক্লাসে উপস্থিত হয়েছিলাম। এবং আমরা ক্লাস শেষ করেছিলাম বিকেল পাঁচটা দিকে। আসলে রমজান মাসে রোজা থেকে ক্লাস করা সত্যিই বেশ কষ্টকর মনে হয়েছিল আমার কাছে। ক্লাস শেষ করে আবারো রুমে আসতে প্রায় ছয়টা পেরিয়ে যাই। রুমে এসে গোসল শেষ করে একটু তাড়াহুড়ো করেই ইফতারের জন্য আবারও বসে গিয়েছিলাম। ইফতারি শেষ করে নামাজ শেষ করে মাত্র বসলাম তখনই ভাবলাম আজকে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করা হয়নি। তাই চলে আসলাম আজকে পাওয়ার আপ পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.........


টার্গেট ডিসেম্বর সিজন- ৫ সামনে রেখে প্রত্যেক সপ্তাহে নিজের ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ পোস্ট শেয়ার করার চেষ্টা করব। আসলে চলতি বছরে আমার একটা পরিকল্পনা রয়েছে আমি প্রত্যেক সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করব। এবার আমার পরবর্তী স্বপ্ন থাকবে এই বছরের মধ্যে ১৫০০০ স্টিম পাওয়ার পূর্ণ কর। সকলে যদি আমার পাশে থাকেন আশা করি আমি এই টার্গেট পূরণ করতে পারব। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই টার্গেট পূরণ করতে পারি।


পাওয়ার আপ পোস্ট করার আগে আমার স্টিমিট ওয়ালেট এর স্কিনশট।

1000090284.jpg

পাওয়ার আপ পোস্ট শেয়ার করার আগে আমি আমার স্টিমিট ওয়ালেট এর স্ক্রিনশট অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমার স্টিমিট ওয়ালেটে স্টিম রয়েছে ১১৫৭.৯২২। আমি সেখান থেকে ৫০ স্টিম পাওয়ার আপ করতে যাচ্ছি।

পাওয়ার আপ পোস্ট করার সময় আমার স্টিমিট ওয়ালেট এর স্কিনশট।

1000090285.jpg

এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দরভাবে যখন ৫০ স্টিম পাওয়ার আপ করছিলাম তখন একটি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে চেষ্টা করছি প্রতি সপ্তাহে নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন পাওয়ার আপ এর মাধ্যমে অনেক দূরে এগিয়ে যেতে পারি।

পাওয়ার আপ পোস্ট করার শেষে আমার স্টিমিট ওয়ালেট এর স্কিনশট।

1000090286.jpg

আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পাওয়ার আপ করার পরে আমি আমার স্টিমিট ওয়ালেট অনেক সুন্দরভাবে স্ক্রিনশট মেরে আপনাদের মাঝে শেয়ার করেছি। ৫০ স্টিম পাওয়ার আপ করার পরে এখন আমার আর মাত্র লিকুইড স্টিম আছে ১১০৭.৯২২। আশাকরি আজকের পাওয়ার আপ পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।

✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  
 10 days ago 

অনেক ভালো লাগলো মামা তোমার এত বড় এমাউন্ট পাওয়ার বৃদ্ধি করতে দেখে। যে যত বড় এমাউন্ট পাওয়ার বৃদ্ধি করতে পারবে তার জন্য তত ভালো। তাই আমাদের সবসময় চেষ্টা থাকতে হবে বেশি বেশি পাওয়ার বৃদ্ধি করার।

 8 days ago 

ঠিক বলেছেন মামা আপনি আমাদের সবার উচিত বেশি বেশি পাওয়ার আপ করা।

 10 days ago 
1000090287.jpg1000090288.jpg1000090289.jpg1000090290.jpg
 10 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ৫০ স্টিম পাওয়ার আপ করছেন। স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। আপনার ১০ স্টিম পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 8 days ago 

ঠিক বলেছেন ভাই এই প্লাটফর্মে কাজ করার জন্য পাওয়ার আপ আমাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ।

 10 days ago 

৫০ স্টিম মানে অনেকটাই পাওয়ার আপ৷ এভাবে নিজের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমাদেরও উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই। আশা করি আপনার আগামীর লক্ষ্য দ্রুতই পূরণ হবে৷

 8 days ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 10 days ago 

আপনি আজকে পঞ্চাশ স্টিম পাওয়ার আপ করে সামনের দিকে একধাপ এগিয়ে গিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। সব সময় এরকম ভাবে পাওয়ার বৃদ্ধি করে এগিয়ে যাওয়া সবার জন্যই গুরুত্বপূর্ণ। এভাবে পাওয়ার আপ করার মাধ্যমে আপনি আপনার সক্ষমতা অনেক বৃদ্ধি করতে পারবেন। এভাবেই এগিয়ে যেতে থাকুন পাওয়ার আপ করে সামনের দিকে।

 8 days ago 

চেষ্টা করব আপু নিজেকে সবসময় পাওয়ার আপ বৃদ্ধির মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

 10 days ago 

পঞ্চাশ স্টিম পাওয়ার আপ করে নিজেকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেলেন ভাইয়া। এই প্লাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ার আপের প্রয়োজনীয়তা অপরিসীম। আর ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করলে ভালো কিছু করা সম্ভব। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 8 days ago 

ঠিক বলেছেন আপু এই প্লাটফর্মে নিজেকে টিকিয়ে রাখতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই।

 10 days ago 

আজকে আপনার ৫০ স্টিম পাওয়ার আপ পোস্ট দেখে খুব ভালো লাগলো। দীর্ঘমেয়াদি কাজ করতে হলে আমাদের সবার পাওয়ার আপ করা খুব দরকার। যদিও আপনার এই বছর টার্গেট হচ্ছে ১৫০০০ এসপি পাওয়ার আপ পূর্ণ করা। তবে আপনি অলরেডি এখন পর্যন্ত 10652+স্টিম পাওয়ার আপ করেছেন। আশা করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে কাঙ্খিত লক্ষ্য পূরণ করে আরো সামনের দিকে এগিয়ে যাবেন।

 8 days ago 

চেষ্টা করব ভাই ধারাবাহিকতা বজায় রেখে নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে ৫০ স্টিম পাওয়ার আপ করাটা সত্যিই অসাধারণ পদক্ষেপ। স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক উদ্যোগ। আপনার ১০ স্টিম পাওয়ার আপ দেখে সত্যিই উৎসাহিত হলাম। এই ধরনের ছোট পদক্ষেপগুলো অনেক বড় প্রভাব ফেলতে পারে, এবং আমরা সবাই যদি একটু করে এমন করতে পারি, তাহলে পুরো প্ল্যাটফর্ম আরও শক্তিশালী হয়ে উঠবে। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 days ago 

আপু আপনি হয়তো একটু মিসটেক করেছেন আমি ৫০ স্টিম পাওয়ার আপ পোস্ট করেছি।