একদম ঠিকই বলেছেন ভাই এই সময়ে নীল আকাশে এভাবে সাদা মেঘ ভেসে বেড়ায় সেটা খুবই সুন্দর লাগে দেখতে তবে এই সৌন্দর্যটা মূলত শরৎকালে বেশি লক্ষ্য করা যায়। তবে দুঃখের কথা কি বলবো ভাই এ বছরে তুলনামূলক বৃষ্টি অনেক কম যার কারণে কৃষকেরা চাইলেও বৃষ্টির পানিতে জমি ভিজিয়ে ধান চাষ করতে পারছে না।