আসলে চাকরি করতে হলে সব বাধা উপেক্ষা করে কাজের জন্য ছুটে যেতে হয়। যাই হোক আপনার মত আমার কাছেও বৃষ্টির দিনের মুহূর্তটা কিভাবে পার হয়ে যায় বুঝতে পারি না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর ঘড়ির কাঁটায় যখন সময় দেখি তখন বুঝতে পারি এখন সকাল ঘনিয়ে বিকেল হতে চলেছে।
হ্যা ভাই ঠিক বলেছেন। সব কিছুর উর্ধে আমাদের ডিউটি।