You are viewing a single comment's thread from:
RE: Indian Museum ভ্রমণ -পর্ব ৩৯
সম্পূর্ণ হাতের দাঁতের তৈরী এই মূর্তিগুলো হলো একটি প্রাচীন আমলের বরযাত্রীর একটি খন্ডচিত্র । পালকিতে করে বর চলেছে, চার বেহারার কাঁধে পালকি চলেছে । সাথে বরযাত্রীর দল । পালকির পিছনে পুরুত মশাই এবং বাদ্য-বাজনাকারীর একটি ছোট দল । প্রাচীন কালে এই ভাবেই বরেরা যেত বিয়ে করতে ।
মিউজিয়াম ভ্রমণের আগের পর্বগুলো তেও হাতির দাঁতের তৈরি মূর্তি বা আসবাবপত্রগুলো দেখেও আকৃষ্ট হয়েছিলাম। এবারও বরাবরই একই অবস্থা। অনেক অনেক শুভকামনা রইল দাদা।