"তোমার অবহেলা" (Poem of my writing"your negligence")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২১শে আশ্বিন | ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | শরৎ-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখে শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহেই যখন কবিতা শেয়ার করার চিন্তা ভাবনা করি তখন থেকেই টপিক নিয়ে কিছুটা চিন্তা করতে হয়। কখনো রোমান্টিক কবিতা আবার কখনো প্রকৃতি নিয়ে লেখার চেষ্টা করি তবে যে প্রসঙ্গ নিয়েই চিন্তাভাবনা করি সেটা সম্পর্কে কিছু টা ভাবতে হয়। এর আগে কমিউনিটিতে কাজ শুরু করার পর থেকেই কবিতা লেখার প্রতি একটা আগ্রহ ছিল কারণ দেখতাম কমিউনিটিতে অনেকেই সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে। আমি শুধু কবিতাগুলো করার চেষ্টা করতাম। যে কোন বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে সেই বিষয়টা নিয়ে ভাবতে হয় আর যেহেতু আমার কবিতা লেখার প্রতি একটা আগ্রহ তখন থেকে সৃষ্টি হয়েছিল তাই আমি বিশেষ করে কবিতা পোস্ট গুলো একটু বেশি ভিজিট করতাম যার মধ্যে সাথী আপুর পোস্টগুলো একটু বেশি সিরিয়াসলি নিতাম কারণ কমিউনিটিতে সাথী আপু সেই সময় ভালো কবিতা লিখতেন। প্রথমদিকে আরো বেশ কয়েকজন ইউজার ছিল যারা ভালো কবিতা লিখতেন তাদের মধ্যে কয়েকজন ইউজার এখন আর কমিউনিটিতে কাজ করে না। কমিউনিটিতে যারা পুরাতন ইউজার আছে তারা এই বিষয়টি ভালো জানে। যারা এখনো ডিসকোডে বলেন আমি কবিতা লিখতে পারি না তাদের উদ্দেশ্যে বলছি বেশি বেশি করে কবিতা পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন দেখবেন কবিতা লেখার সক্ষমতা সৃষ্টি হবে।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

সকালবেলা যখন কয়েকটি কবিতা পোস্ট পড়লাম তখন মনে হল না আজকে ভালবাসা কেন্দ্রিক একটা কবিতা শেয়ার করা দরকার। মূলত আমার মতে রোমান্টিক কবিতা গুলো দুই ধরনের হয়ে থাকে। প্রথমত যে ভালোবাসা পূর্ণতা পায় সেটা বলা চলে পুরোপুরি রোমান্টিক। আর দ্বিতীয়ত যে ভালোবাসা পূর্ণতা পায় না অর্থাৎ এক তরফা ভালোবাসা সেটা ভালোবাসা কেন্দ্রিক কবিতার মধ্যেই পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই একতরফা ভালোবাসার গল্পটা কবিতার মাধ্যমে তুলে ধরতে ভালো লাগে। যারা নিয়মিত কবিতা পড়েন তারা যদি এই বিষয়টা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বেশিরভাগ কবিতা লেখার ক্ষেত্রে এক তরফা ভালোবাসা ফুটে ওঠে। হয়তোবা ভালোবাসার কাছে হেরে গিয়েই কবিরা কবির গুরুত্ব বুঝতে পারে হা হা হা।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


1000093225.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"তোমার অবহেলা"

তোমার মায়াবী চোখে চোখ রেখে
হারিয়ে গিয়েছি তোমার মাঝে,
খুঁজেছি এক মুহুর্ত সুখের ঠিকানা
পেয়েছি অবহেলা আর লাঞ্ছনা।
বুকে পাথর বেঁধে ভালোবেসেছি তোমায়
তুমি হয়তোবা বদলে যাবে,
আপন করে নেবে আমাকে
আমার ভালোবাসার মূল্যয়ন করবে।
দিন শেষে আমি বড্ডো কান্ত একা
এই ক্লান্ত ভার মাথাটা রাখার জন্য
খুঁজেছি তোমার কাধঁটা যতবার
ততোবার তোমার তীক্ষ্ণ কথার ভাব
বুঝিয়ে দিয়েছে আমাকে
তোমার কাঁধে আমার মাথা রাখিবার কাম্য নয়!
আমার অবুঝ মন তবুও ছুটে যায়
ছুটে যায় তোমার কাছে বারবার,
আর তুমি জেনেবুঝে দুঃখ
হাতে গুজে দিয়েছো সঙ্গোপনে।
আমি তবুও কোনো অভিযোগ রাখি নি-
কারণ,,,,
তোমায় ভালোবেসে আমি হয়েছিল মুগ্ধ,
আমি ভালোবাসি তাই প্রিয় মানুষের উপর
রাখতে পারিনি কোন অভিযোগ!

ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



Y2TyqY1SUSMFB8YtmVQ.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS (1).png

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

এক কথায় অসাধারণ একটি বিরহের কবিতা লিখেছেন আপনি। কবিতাটা বেশ ভালো লেগেছে আমার কাছে। প্রিয় মানুষ মনে আঘাত দিলে সত্যিই এমনই কষ্ট অনুভব হয় তারপরেও তার প্রতি ভালোলাগা ও ভালোবাসা থাকে অটল।

 2 days ago 

বেশ অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই কবিতা লিখতে দেখে। কবিতার ভাব গম্ভীর্য অনেক সুন্দর ছিল। খুব সুন্দর মিলবন্ধন রেখেছেন ছন্দের। লাইনগুলো অসাধারণ। এমন বিরহের কবিতা আমি সত্যিই অনেক ভালবাসি। যেখানে মনের মাধুরী মিশিয়ে মনের ভাব লাইনের শব্দের শব্দে বের হয়ে আসে।

 2 days ago 

একতরফা ভালোবাসা গুলো ভয়ংকর রকমের সুন্দর হয়ে থাকে।না পারে কাউকে বলতে না পারে নিজে সহ্য করতে।আমার কাছে মনে হয় এটাই প্রকৃত ভালোবাসা।যে ভালোবাসার মধ্যে বিষাদ নাই সেটা ভালবাসাই না।যাইহোক আজকে আপনার শেয়ার করা কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো।আপনার লেখা কবিতাটির মধ্যে আমার মনের ভাবের আংশিক অংশ ফুটে উঠেছে।যাইহোক এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

পূর্ণতা পাওয়া এবং পূর্ণতা না পাওয়া দুইধরনের ভালোবাসার কথায় বললেন। আর যে সম্পর্ক টা পূর্ণতা পেয়েও পায় না, যে সম্পর্ক টা না থেকেও থাকে সেটাকে কী বলবেন হা হা।

কবিতা টা চমৎকার লিখেছেন ভাই। খুবই ভালো লাগল পড়ে। দিনে দিনে আপনার কবিতা লেখার ধরন টা বেশ ভালো হচ্ছে। প্রেমে পড়লে ঐরকম হয়ে থাকে।