"তুমি আসলে না" (Poem of my writing"You're not here")||by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ২৯শে পৌষ | ১৪৩১ বঙ্গাব্দ | সোমবার | শীতকাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
মাঝে কয়েকদিন অসুস্থ ছিলাম। সুস্থ হওয়ার পর থেকে কাজের প্রতি পুরোপুরি ফোকাস করেছি বলা চলে এখন কাজের ক্ষেত্রে পুরোপুরি মনোযোগ। দৈনন্দিন কাজ সকালবেলা কমপ্লিট করে ফেলি আর পোস্টগুলো আগের দিন রেডি করে রাখি অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে শুধু পোস্ট করা তবে কালকে নিজের একটু ব্যস্ততা ছিল যার কারণে পোস্ট রেডি করতে পারিনি তবে আগে থেকেই কবিতা লিখে রেখেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন প্রেসার মুক্ত থাকতে সকালবেলায় কমিউনিটির সব কাজ কমপ্লিট করে রাখলে কমিউনিটির কাজে তেমন করেও প্রেশার মনে হয় না। এ সপ্তাহে কবিতা পোস্ট শেয়ার করা হয়নি তাই কালকে চিন্তা করলাম একটা কবিতা লিখে রাখি যেদিন সময় হবে সেদিন শেয়ার করা যাবে যেহেতু সাপ্তাহিক পোষ্টের ভিন্নতা ধরে রাখতে হলে সব ধরনের পোস্ট শেয়ার করতে হয়। আমার পোস্টের রুটিন অনুযায়ী প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট থাকে তাই আজকে আপনাদের সাথে কবিতা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি।
অনেক কথাই তো হল এখন মূল প্রসঙ্গে আসা যাক অর্থাৎ কবিতার টপিক নিয়ে কিছু কথা বলা যাক। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে কিছু সময় ঘুমানোর চেষ্টা করি কালকে যখন ঘুমাবো তখন শুয়ে শুয়ে চিন্তা করছিলাম সাপ্তাহিক ধারাবাহিকতায় যে কবিতা পোস্ট শেয়ার করি সেক্ষেত্রে কোন টপিক নিয়ে কবিতা লিখলে ভালো হয়। যেহেতু কালকে সকালের দিকে কিছুটা কুয়াশা ছিল তাই হঠাৎ করেই প্রথমে দুইটি লাইন মাথায় আসলো কুয়াশা ঘেরা এই সকালে চাদর মুড়ি দিয়ে কেউ দরজার সামনে দাঁড়িয়ে আছে ঠিক একইভাবে দৃঢ়ভাবে চিন্তা করলাম যদি ছয় ঋতুতে এভাবে ছয়টি ভিন্ন ভিন্ন রূপে কেউ কারো জন্য অপেক্ষা করে থাকে সেক্ষেত্রে এই দীর্ঘ অপেক্ষার মুহূর্তগুলো নিয়ে একটা কবিতা লেখা যায়। মূলত একইভাবে ছয়টি ঋতুর ছয়টি অপেক্ষাকে কেন্দ্র করে একটি কবিতার কয়েক লাইন লিখেছি।
আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।
চলুন শুরু করা যাক
শাল চাদর জড়িয়ে তোমার দুয়ারে দাঁড়িয়ে
তুমি আসলে না।
বসন্তের নতুন ফুলের তোড়া হাতে নিয়ে
তোমার স্বপ্নের বাগানে করেছি অপেক্ষা
তুমি আসলে না ।
গ্রীষ্মের তীব্র রোদে পুড়েছি একা
তোমার কলেজ গেটে করেছি অপেক্ষা
তুমি আসলে না।
বর্ষার বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়ে
কেটেছে লম্বা সময় বৃষ্টিতে ভিজে
তবুও তুমি আসলে না।
নিজেকে কাশফুলের সাথে মিলিয়ে
নদীর তীরে বাতাসে উড়িয়েছি মন খুলে
তুমি আসলে না।
নবান্নের নতুন উৎসবে নতুন রূপে তুমি আসবে
তাইতো নবান্নের নতুনত্বে সাজিয়েছি নিজেকে
তবুও তুমি আসলে না।
আজ সব অপেক্ষার অবসান ঘটিয়ে
নিজেকে করছি মুক্ত,
না পাওয়ার কষ্ট নিয়ে
ফিরে এসেছি তোমার থেকে লক্ষ কোটি দূরে।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুস্থ হয়ে কাজে ফিরেছেন জানতে পেরে অনেক ভালো লাগলো। আর খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো আমার কাছে দারুন লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
জীবনের কিছু অপেক্ষমান প্রহরের সময় হয়তো কাটে না । সেই মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যায় ।সেটাই আপনি কবিতার মধ্যে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অসাধারণ ছিল কবিতার লাইনগুলো সত্যিই পড়ে অনেক ভালো লাগলো।
আজকে আমি সকাল সকাল পোস্ট করতে পেরে খুবই ভালো লাগছে। অনেকদিন পর সকাল সকাল পোস্ট করতে পেরেছি।যাই হোক, অনেক সুন্দর অনুভূতিতে লেখা কবিতা। ভালো লাগলো আপনার লেখা কবিতা আবৃত্তি করে। আমি মনে করি কবিতা মনের ভাব প্রকাশ। তাই মনের ভাব প্রকাশ করার জন্য কবিতা লেখা প্রয়োজন।
আসলে প্রিয়জন পাশে না থাকলে প্রকৃতির সৌন্দর্য চমৎকার ভাবে উপভোগ করা যায় না। যখনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা হয় তখন প্রিয়জনকে খুব মনে পড়ে। বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। প্রিয়জনের প্রতি রাগ অভিমানের অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করেছেন । ধন্যবাদ আপনাকে ভাই কবিতাটি শেয়ার করার জন্য।
শীতে বসন্তে চাই ঐ একটা মানুষকেই চাই নতুন রুপে। সমস্যা নেই ভাই আসবে খুব দ্রুতই আসবে আর কিছুদিন অপেক্ষা করেন। চমৎকার লিখেছেন কবিতা টা। ভালোবাসা এবং প্রকৃতি একেবারে মিশে গিয়েছে। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।
হা হা হা। হ্যাঁ অপেক্ষার অবসান ঘটুক।
ভালোলাগে আমার কাছে এই ধরনের কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি। বিশেষ করে যে কবিতাটা লেখার টপিকটা একটু বেশি সুন্দর ছিল। এরকম করে কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো আবৃত্তি করতে। আপনার কবিতাটা আবৃত্তি করতে পেরে অনেক ভালো লাগছে আমার কাছে এখন।