কিছু মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ22 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২১শে ফাল্গুন | ১৪৩১ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বসন্তকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000114570.png

Canva দিয়ে তৈরি



আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করে। দরিদ্র ধ্বনি পরোপকারী হিংসুটে সবমিলেই আমাদের সমাজ। স্বাভাবিকভাবে প্রতিটা মানুষ চায় বিপদে একজন আরেকজনের পাশে দাঁড়াক। কিন্তু এমনটা খুব একটা লক্ষ্য করা যায় না। কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আবার কিছু মানুষ আছে যারা বিপদগ্রস্ত মানুষকে দেখে হাসি তামাশা করে। তবে বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের সমাজের কিছু মানুষের কার্যকলাপের জন্য ধীরে ধীরে মানুষ মানুষের উপকার করার বিষয়টি তাচ্ছিল্য করছে। আপনি যদি একজন মানুষকে উপকার করতে গিয়ে বিপদগ্রস্ত হন সে ক্ষেত্রে কখনোই পরবর্তীতে আর উপকার করার বিষয়টি মাথায় আনবে না এটাই স্বাভাবিক।

তবে সবার মন মানসিকতা তো আর একরকম হয় না। একজন মানুষ আর্থিকভাবে বিপদগ্রস্ত আপনি তাকে কিছু আর্থিক সহযোগিতা করলেন পরবর্তীতে যখন লোকটি বিপদ থেকে মুক্তি পাবে তখন আপনাকে আর মূল্যায়ন করবে না। আপনি যে বিপদের সময়ে তার পাশে দাঁড়িয়ে ছিলেন সেই বিষয়টি অস্বীকার করবে। হ্যাঁ আমাদের সমাজের সবাই হয়তো বা এরকম নয় তবে বহু মানুষ আছে যারা এমন চরিত্রের অধিকারী অর্থাৎ আপনার উপকারের বিষয়টি সে কখনোই স্বীকার করবে না। শুধু আর্থিক সহযোগিতার ক্ষেত্রে নয় আপনি যদি তাকে শ্রম দিয়েও কোন সহযোগিতা করেন এক সময় দেখবেন সেই মানুষটা আপনার সেই উপকারের কথা ভুলে গিয়েছে।



আমি যদি আমার নিজের বাস্তব অভিজ্ঞতার কথা বলি সে ক্ষেত্রে এরকম অনেক উদাহরণ দিতে পারব। দেখবেন বর্তমানে মানুষ মানুষকে টাকা ধার দিতে চায় না। এখানে একটা প্রশ্ন জাগতে পারে আসলে কেন মানুষ মানুষকে টাকা ধার দিতে চায় না?? আপনি একজন মানুষের কাছ থেকে কিছু টাকা ধার নিলেন কিন্তু যখন টাকা ফেরত দেয়ার সময় আসে তখন যদি আপনি সেই পাওনাদারকে টাকা ফিরিয়ে না দেন সে ক্ষেত্রে পরবর্তীতে আপনি কি আর তার কাছ থেকে টাকা ধার পাবেন?? আমার মনে হয় না সে আপনাকে আবার পুনরায় টাকা ধার দিবে কারণ আপনি আপনার ব্যবহারের কারণে আপনার অবস্থান হারিয়েছেন। এখানে শুধু নিজেকে একবার বিচারকের কাঠগড়ায় দাঁড় করিয়ে অনুভব করুন তাহলেই বুঝতে পারবেন।



এমনকি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি টাকা ধার দেওয়ার পরে যখন দিতে একটু দেরি হয় তখন পাওনাদার যদি ভুলবশত একটা খারাপ কথা বলে ফেলে সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। স্বাভাবিক অবস্থায় কেউ তো চায়না টাকা ধার দিয়ে কারো সাথে সম্পর্কের অবনতি হোক। এজন্যই কারো সাথে সম্পর্কের অবনতি ঘটানোর পরিবর্তে মানুষ টাকা ধার দেয়ার বিষয়টি বেশি ইগনোর করছে। আর একটা বিষয় যদি বিবেচনা করেন সে ক্ষেত্রে আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। দেখবেন যারা মুনাফার বিনিময়ে টাকা নেয় তারা সঠিক সময়ে টাকাটা ফিরিয়ে দেয় কিন্তু আপনার কাছ থেকে ধার নিলে টাকাটা সঠিক সময়ে ফিরিয়ে দিতে অনিকা প্রকাশ করে তাহলে মানুষ কতটুকু কৃতজ্ঞতা স্বীকার করে একটু বিবেচনা করে দেখুন।



আমি পোষ্টের শেষে শুধু একটি বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে কেউ যদি আপনাকে কখনো উপকার করে তাহলে আপনি তার সেই উপকারের কথাটি স্মরণ রাখবেন বিশেষ করে যদি কোনদিন সুযোগ আসে সেক্ষেত্রে তাকে উপকার করার চেষ্টা করবে। বিষয়টা এরকম একজন মানুষ আপনাকে টাকা ধার দিলে যেমন আপনি সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঠিক একই ভাবে কেউ যদি আপনাকে উপকার করে সে ক্ষেত্রে তাকে কোনদিন উপকার করার মাধ্যমে আপনার সেই ঋণ শোধ করার চেষ্টা করবেন দেখবেন আমাদের সমাজটা এই ধারাবাহিকতায় আরো সুন্দর হয়ে যাবে। যাই হোক যে কথাগুলো বললাম এর মধ্যে যদি কোথাও কোন ভুলত্রুটি বলে থাকি সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 22 days ago 

1000114586.jpg

1000114585.jpg

1000114584.jpg

1000114582.jpg

1000114583.jpg

 20 days ago 

মানুষের কৃতজ্ঞতা প্রকাশের মানসিকতা আসলেই ভিন্ন ভিন্ন রকমের হয়। কেউ উপকারের মূল্যায়ন করে, আবার কেউ সহজেই ভুলে যায়। তবে উপকার করে প্রতিদান আশা না করাই শ্রেয়, কারণ প্রত্যাশা না থাকলে মনেও কষ্ট কম আসে। সমাজে যদি সবাই পরস্পরের উপকারের মূল্য দিতে শিখত, তাহলে পারস্পরিক সম্পর্কগুলো আরও সুন্দর হতো।কিছু মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না বিষয়টি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 20 days ago 

সমাজে সব ধরনের মানুষ আছে কেউ বিপদে পাশে দাঁড়ায়, কেউ উপহাস করে। অনেকেই উপকারের প্রতিদান ভুলে যায়, তাই মানুষ সাহায্য করতে নিরুৎসাহিত হয়। বিশেষ করে টাকা ধার দিলে ফেরত না পাওয়া সম্পর্কের মধ্যে ফাটল ধরায় । এজন্য অনেকেই এখন ধার দিতে চায় না। তবে যদি সবাই উপকারের মূল্য দিতে শিখে, তাহলে সমাজ আরও সুন্দর হয়ে উঠবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য।