পরিচ্ছন্নতা কর্মী। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ22 hours ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ১৮ই মাঘ | ১৪৩১ বঙ্গাব্দ | শনিবার | শীতকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000110811.png

Canva দিয়ে তৈরি



আমাদের সমাজে বহু পেশার লোক বাস করে। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন পেশা নির্বাচন করে জীবন পরিচালনা করে। উন্নত দেশগুলোতে সবাইকে মূল্যায়ন করা হয় অর্থাৎ আপনি যে পেশায় নিয়োজিত থাকেন না কেন আপনাকে সমাজের একটা সম্মান দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা পুরোপুরি আলাদা অর্থাৎ যারা যে কাজের বিনিময়ে যত টাকা পাবে তার সম্মান সে টাকার সাথে মূল্যায়ন করা হবে। আপনি যদি একটা চাকরি করে মাসে এক লক্ষ টাকা রোজগার করেন সেক্ষেত্রে সমাজের কাছে আপনি বেশ সম্মান পাবেন অন্যদিকে যদি ছোট্ট একটি কাজ করেন সে ক্ষেত্রে বেতন পাচ্ছেন মাস গেলে ১০ হাজার টাকা। হ্যাঁ আপনি ১০ হাজার টাকা বেতন পেলে সমাজের কাছে সামান্য একটি মূল্যায়ন পাবেন সবাই আপনাকে ছোট করে দেখবে এটা আমাদের দেশের একটা প্রচলিত নিয়ম বলা চলে।

যাইহোক আমি পোষ্টের টাইটেলে যেটা লিখেছি অর্থাৎ পরিছন্নতা কর্মী নিয়ে বেশ কিছু কথা বলতে চাই। অনেকেই হয়তো কিছুটা বুঝতে পেরেছেন আসলে আমি কি নিয়ে বলতে যাচ্ছি। পরিছন্নতা কর্মী যারা আমাদের আশপাশের পরিবেশটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করে যায়। হ্যাঁ একটা সমাজকে সুন্দর রাখতে বা সেই সমাজের আশপাশের পরিবেশটা সুন্দর রাখতে হলে সবার অবদান থাকে। তবে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরিছন্ন কর্মীরা সবচেয়ে বড় অবদান রাখে। তবে বাস্তবতার দিকে তাকালে তারা পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখলেও মানুষের কাছে খুব একটা মূল্যায়ন পায় না সবাই পরিচ্ছন্নতা কর্মীকে ঘৃণা করে চলে। কিছু কিছু মানুষ এমনটা মনে করে যে পরিচ্ছন্ন কর্মীর সাথে যদি ছোঁয়া লাগে সেক্ষেত্রে তার নিজের গায়ে ময়লা জড়িয়ে যাবে। একটু গভীরভাবে চিন্তা করে দেখেছেন কখনো এই পরিছন্ন কর্মীরা যদি আমাদের সমাজটাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখত সে ক্ষেত্রে আমাদের কোন অবস্থায় পড়তে হতো??



অনেকেই হয়তো আমার পোস্ট পড়বেন তারা পোস্ট পড়ার সময় একটু বিবেচনা করে দেখবেন আপনার আশপাশে যে সমস্ত দরিদ্র মানুষ আছে যারা পরিছন্নতা কর্মী হিসেবে কাজ করে অর্থাৎ যাদের পেশা আমাদের আশপাশের পরিবেশটা পরিছন্ন রাখা তাদেরকে আপনি কতটুকু মূল্যায়ন করেন?? বিশেষ করে যারা একটু ধনী পরিবারের ব্যক্তিবর্গ আছে তারা বেশিরভাগ পরিচ্ছন্নতা কর্মীকে ঘৃণা করে। ভুল করে তাদের সাথে কথা বলতে চায় না আর যদিও কথা বলে থাকে সেক্ষেত্রে তাকে ছোট করে কথা বলেন। আমরাই মূলত পরিছন্নতা কর্মীকে অনুভব করাই তারা আমাদের সমাজে শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ করার জন্যই জন্ম নিয়েছে। আমরাই তাদেরকে অনুভব করাই তারা আমাদের সাথে কথা বলার যোগ্য নয়। মূলত শহর অঞ্চলে এরকম বেশ কয়েকটি দৃশ্য দেখেছি যার কারণে আজকের এই পোষ্টের মাধ্যমে বেশ কিছু কথা লিখে ফেলেছি।



আমাদের সমাজে যেমন বিভিন্ন পেশার মানুষ বাস করে তেমনি সমাজটা সুন্দরভাবে পরিচালনা ক্ষেত্রে প্রতিটা মানুষের ওপর আমাদের নির্ভরশীল হতে হয়। হ্যাঁ আপনি যেমন একজন কৃষকের উপর নির্ভরশীল কেননা কৃষক আপনাকে ফসল ফলিয়ে খাদ্যশস্য আপনার পর্যন্ত পৌঁছে দিচ্ছে তেমনি একজন দুধওয়ালা আপনাকে দুধ পৌঁছে দিচ্ছে। ঠিক একইভাবে একজন পরিচ্ছন্নতাকর্মী তার কাজের মাধ্যমে আপনাকে ভালো থাকার পথ দেখিয়ে দিচ্ছে। একবার চিন্তা করে দেখুন পরিছন্ন কর্মীরা যদি টাকার বিনিময়ে সেই কাজগুলো না করে সেক্ষেত্রে আপনাকে কতটা দুর্ভোগে পড়তে হবে আমার মনে হয় এই দুর্ভোগের কথা চিন্তা করে হলেও এই সমাজের পরিচ্ছন্নতা কর্মী গুলোকে ভালোবাসা উচিত।



চলুন আমরা আমাদের মন মানসিকতার পরিবর্তন করি। পরিছন্নতা কর্মীরা যে মানুষ সেটা একবার উপলব্ধি করুন তাদেরকে ভালবাসতে শিখুন তাদেরকে সুন্দরভাবে জীবন যাপনের সুযোগ করে দিন। আপনি যদি একজন পরিচ্ছন্নতাকর্মীকে যথাসম্মান দেন সে ক্ষেত্রে সে তার পেশা নিয়ে গর্ববোধ করবে কেননা একজন পরিচ্ছন্ন কর্মী আমাদের সমাজের পরিষ্কার-পরিচ্ছন্নর কাজে সব সময় নিয়োজিত থাকে। যাই হোক আজকের পোষ্টের এই কথাগুলো লিখলাম মূলত আমাদের সমাজে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা চোখের সামনে দেখার পরে। তখন মনে হয়েছিল আসলে একজন পরিচ্ছন্নতা কর্মী আমাদের আশপাশের পরিবেশটা সবসময় পরিষ্কার রাখছে। কিন্তু সমাজের কিছু নামধারী ভদ্রলোক তাদের সাথে এমন ব্যবহার করে যেটা তাদেরকে পশুর সাথে তুলনা করায়। আর এই নিম্ন আয়ের পরিছন্ন কর্মীরা শুধু চোখ বন্ধ করে সবকিছু সহ্য করে যায়। যাই হোক আবারো বলতে চাই আপনার আশপাশে যে সমস্ত মানুষ পরিছন্নতা কর্মী হিসেবে নিয়োজিত আছে তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। তাদের মনে কষ্ট দিয়ে কখনো কোনো কথা বলবেন না।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
 21 hours ago 

1000110821.jpg

1000110820.jpg

1000110819.jpg

1000110818.jpg

1000110817.jpg

 18 hours ago 

আপনি বেশ সুন্দর লিখেছেন ভাই। আসলেই বাহিরের উন্নত নানা দেশ এর মানুষের চিন্তা ভাবনা এবং আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনার অনেক ফাঁরাক এই বিষয়ে। মানুষের ইনকাম দিয়েই সম্মান এর হিসাব হয় আমাদের সমাজে। পরিচ্ছন্ন কর্মী রা আমাদের সমাজ টাকে সুন্দর রাখে নিজেরা নোংরা নিয়ে কাজ করে। অথচ কেউ ওদের সাথে একটু ভালো করে কথাও বলে না এমনকি দেখলেও দূরে সরে নাক সিটকায়।

 6 hours ago 

পরিছন্নতা কর্মি যেভাবে আমাদের আশে পাশে থাকা ময়লা আবর্জনা৷ পরিষ্কার করেন ঠিক একই ভাবে আমাদের উচিত নিজেদের মনটাকেও এমন পরিষ্কার করা।আপনি ঠিক বলেছেম আমাদের দেশের কালচার হয়েছে এমন।একজন সৎ ভাবে ১০ হাজার টাকা মাসে আয় করলে তার মূল কম অন্য দিকে কেউ যদি দুই নাম্বারি পথে লক্ষ টাকা আয় করেন কোনো অনুষ্টানের বড় চেয়ার টা দার জন্য এগিয়ে দেওয়া হয়।আমরা কবে সভ্য হবে ঠিক নেই।অথচ আমরা নাকি সভ্য জাতি 💔