আমার SuperWalk এর চতুর্থ সপ্তাহ। || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ৩০শে পৌষ | ১৪৩১ বঙ্গাব্দ | মঙ্গলবার | শীত-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
সুপার SuperWalk অ্যাপস সম্পর্কে আমরা সবাই জানি। কমিউনিটিতে দীর্ঘদিন ধরে এই অ্যাপস সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে আমি দুই সপ্তাহে নিজের এক্টিভিটি নিয়ে দুইটি পোস্ট শেয়ার করেছি যেহেতু কমিউনিটি থেকে নিজের এক্টিভিটি নিয়ে পোস্ট শেয়ার করার কথা বলা হয়েছে সেহেতু সাপ্তাহিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে আজকে চতুর্থ সপ্তাহে চতুর্থ পোস্ট নিয়ে হাজির হলাম। এই সপ্তাহের শুরু থেকে আমার কত পয়েন্ট যুক্ত হয়েছিল আর সপ্তাহের প্রতিটা দিনে কি পরিসরে কাজ করেছি সেগুলোই আজকের পোস্টের পর্যায়ক্রমে প্রতিটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। যখন এই সপ্তাহ শুরু হয়েছিল তখন আমার পয়েন্ট ছিল ২১০০০+ দৈনন্দিন কাজের পাশাপাশি এখানে নিজের অ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য কমবেশি হাটাহাটি করা হয়।
অনেকেই হয়তো আমার অ্যাক্টিভিটি দেখে কিছুটা চমকে যান হ্যাঁ আমি সকালবেলা হাটতে বের হই যার কারণে SuperWalk এর অ্যাক্টিভিটি তে অনেক পয়েন্ট আসে। যেহেতু স্টেপ অনুযায়ী আপনার পয়েন্ট যোগ হবে অর্থাৎ আপনি যত পা হাঁটবেন সেই অনুসারে আপনার অ্যাপসে পয়েন্ট যুক্ত হবে। গত সপ্তাহের শুরুর দিকে নিজের একটিভিটিভ অনেক ভালো ছিল সত্যি বলতে নিজের কাছে দেখতে ভালো লাগে। যেকোনো কাজের ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন সেই কাজে আপনি অনেক ভালো করেছেন সে ক্ষেত্রে নিজের কাছে একটা আলাদা ভালো লাগা কাজ করে। নিচে সপ্তাহের প্রথম দিকের এক্টিভিটির কয়েকটি স্ক্রিনশট শেয়ার করছি।
মূলত সুমন ভাই যেহেতু এই অ্যাপস নিয়ে আমাদেরকে গাইড করে আসছে তাই তার পোস্ট থেকে যখন জানতে পারলাম হাঁটাহাঁটির মাধ্যমে এখানে নিজের এক্টিভিটি বৃদ্ধি করে বাড়তি সাপোর্ট নেওয়া যাবে সেক্ষেত্রে চেষ্টা করেছিলাম যেন আমি সর্বোচ্চ এক্টিভিটি যেন এখানে দেখাতে পারি। হঠাৎ করেই একদিন মনে হল অনেকেই তাদের এক্টিভিটি এখানে তুলে ধরছে তবে আমি একদিন নিজের অন্যান্য দিনের একটিভিটি গুলোর তুলনায় সর্বোচ্চ হাটাহাটি করব। স্বাভাবিকভাবেই আপনার প্রতিদিন ১০০০০ steps পর্যন্ত হাঁটার পরে পয়েন্ট পুরোপুরি যুক্ত হবে তার পরবর্তীতে আর কোন পয়েন্ট যুক্ত হবে না। তাই দশ হাজারের বেশি হাটাহাটি খুব একটা করা হতো না। তবে একদিন ১১০০০ এর অধিক steps হেটে নিজের সবোর্চ্চ স্কোর তৈরি করেছিলাম।
নিজের অ্যাক্টিভিটির কিছু স্ক্রিনশট উপরে শেয়ার করেছি তবে সপ্তাহের প্রথম তিনদিন পার হওয়ার পরে আমার নিজের এক্টিভিটিতে কিছুটা সমস্যা হয়েছিল অনেকেই হয়তোবা জানেন আমি কয়েকদিন একটু অসুস্থ ছিলাম। যারা নিয়মিত আমার পোস্টগুলো ভিজিট করেন তাদের ক্ষেত্রে নতুন করে আর বলতে হবে না। যাই হোক অসুস্থ থাকার কারণে এখানকার activity একদম ছিল না বললেই চলে। শুধু পোষ্টের নিচে নিজের টাস্ক গুলো কমপ্লিট করে স্ক্রিনশট শেয়ার করার জন্য সামান্য একটু এক্টিভিটি দেখাতো যেটা দৈনন্দিনটা টাস্কের মধ্যে পড়তো। তবে এই সপ্তাহে আমি NFT BUY করেছি যেটা নিয়ে অলরেডি আপনাদের সাথে একটা পোস্ট শেয়ার করেছি। সে ক্ষেত্রে নিজের অ্যাক্টিভিটির পাশাপাশি একটু বাড়তি ইনকাম হবে তবে অসুস্থতার কারণে নিজের অ্যাক্টিভিটি তুলে ধরতে পারেনি আশা করছি দু-একদিনের মধ্যে থেকেই আবার নিজের এক্টিভিটি আগের মত ধারাবাহিক রাখতে পারব সেই সাথে নিজের ইনকাম বৃদ্ধি করতে পারব।
আপনি যখন SuperWalk অ্যাপসে NFT BUY করবেন তখন চাইলেই পুরো মুডে যেতে পারবেন। মূলত যারা NFT BUY করেছে তারা এই বিষয়গুলো ভালো বুঝতে পারবে যারা BUY করেননি তাদেরকে বোঝানোর জন্য আমি উপরে দুইটি স্ক্রিনশট শেয়ার করেছি। এখানে আপনি একটা বারতি সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনি কত কিলোমিটার গতিতে হাঁটছেন আর কত কিলোমিটার হেঁটেছেন তার একটা টুলস দেখতে পাবেন। যাইহোক এখনো যারা NFT BUY করেননি তাদেরকে উদ্দেশ্য করে বলছি চাইলে এখনো BUY করে নিজের এক্টিভিটি সেখানে দেখিয়ে বাড়তি ইনকাম করতে পারবেন।
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
SuperWalk এর চতুর্থ সপ্তাহের অ্যাক্টিভিটিস দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং অনেক বেশি হাঁটাহাঁটি করেছেন। আমি আশা করি আপনি আগামী সপ্তাহেও আপনার এই অ্যাক্টিভিটিসের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন।
এন এফ টি সম্পর্কে বেশ কিছু জানার সুযোগ পেলাম ভাই। যদিও আমি এ সপ্তাহের শুরু করেছি সুপার ওয়াল, তাই চেষ্টা করব পুরো বিষয়গুলো নিজের কন্টোলে নিয়ে আসার আর জানতে পারার। এত সুন্দর পোস্ট করার জন্য ধন্যবাদ।
চতুর্থ সপ্তাহে super walk app এ আপনার এক্টিভিটিস দেখে খুবই ভালো লাগলো। NFT buy সম্পর্কে আপনি তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন।আমি এখনো কিনতে পারিনি।আশাকরি শিখে নেব।অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুপার ওয়াক এর চতুর্থ সপ্তাহের এক্টিভিটিস শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। সকাল বেলা হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো। এই অ্যাপসের জন্য একসাথে আপনার অনেকগুলো উপকার হচ্ছে। তাছাড়া যেহেতু এই সপ্তাহে আপনি সু বাই করেছেন তাহলে তো এবার থেকে আপনার বাড়তি ইনকাম ও শুরু হয়ে যাবে। আপনার সুস্থতা কামনা করছি,যেন সুস্থ হয়ে আবারও আগের মতো কাজ করতে পারেন।
আপনি এনএফটি সু কিনেছেন,এটা জেনে খুব ভালো লাগলো ভাই। আপনি তো দেখছি রানিং এনএফটি সু কিনেছেন। আমি ওয়াকিং এনএফটি সু কিনেছি ৪৬ দিন আগে এবং নিয়মিত হাঁটাহাঁটি করার মাধ্যমে ওয়াক টোকেন ইনকাম করছি। যাইহোক আমাদের সবার উচিত এনএফটি সু কিনে ব্যায়াম করা। আশা করি এভাবেই এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
আপনি তো মোটামুটি বেশ ভালোই হাঁটাহাঁটি করেছেন ভাই। আপনার হাঁটাহাঁটির মধ্যে একটা ধারাবাহিকতা ছিল। ধন্যবাদ আপনার বিগত সপ্তাহের এক্টিভিটিজ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনি সুপার ওয়াক এর খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন৷ এখানে আপনি সপ্তাহের মধ্যে যা কিছু করেছেন সব কিছুই খুব সুন্দরভাবেই শেয়ার করেছেন৷ এখানে পুরো সপ্তাহের মধ্যে আপনি দেখছি খুব ভালোই হাঁটাহাঁটি করেছেন৷ এখানে হাঁটাহাঁটি করার মধ্য দিয়ে অনেক কয়েন অর্জন করেছেন৷ খুব ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে৷