আমরা সবাই স্বার্থের পাগল। || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ৯ই চৈত্র | ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | বসন্তকাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
বর্তমান সময়ে মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ব জ্ঞান প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। যত সভ্যতা মানুষের মধ্যে প্রবেশ করছে ততই মানুষ যেন স্বার্থপর হয়ে যাচ্ছে কিভাবে আপনার পাশের মানুষকে ঠকিয়ে আপনি নিজের স্বার্থ হাসিল করবেন নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন নিজের ইচ্ছে গুলো পূরণ করবেন সেই চিন্তা ভাবনায় মগ্ন থাকে। বিশেষ করে গ্রাম অঞ্চলে এই বিষয়গুলো বেশি লক্ষ্য করা যায় এক্সিডেন্টে মানুষ দরিদ্র মেহনতী মানুষগুলোর অধিকার থেকে বঞ্চিত করে নিজের স্বার্থ হাসিল করে। মূলত রমজান মাসে এমন কিছু দৃশ্য দেখেছি যেগুলো আসলেই অনাকাঙ্ক্ষিত। মূলত সেই দৃশ্যগুলো চোখে পড়ার পরেই এই বিষয়টা নিয়ে লেখার ইচ্ছা জেগেছে।
রমজান মাস উপলক্ষে সরকারের পক্ষ থেকে কম বেশি অনুদান আসে। এখন সরকারের পক্ষ থেকে যে অনুদানগুলো দরিদ্র মানুষ গুলোর কাছে পৌঁছে দেয়া হয় তার মাধ্যমিক হিসেবে যারা কাজ করে তারা সামান্য কিছু অর্থের বিনিময়ে অনেক বড় দুর্নীতি করে যার কারণে সেই দরিদ্র মানুষগুলোই তাদের কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হয়। সরকার থেকে যে অনুদান গুলো আসে সেটা তুলনামূলক তিন ভাগের একভাগ দামে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী পাওয়া যায় কিন্তু আমাদের সমাজে যারা সুবিধাবাদী স্বার্থপর লোক তারা এই সুবিধাটা ভোগ করে। যারা মেহনতী দরিদ্র মানুষের জন্য বরাদ্দ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপরে ভাগ বসাতে পারে তাদের দ্বারা আপনি সমাজের আর কি আশা করতে পারেন বলেন।
এই মানুষগুলোর মন-মানসিকতা এতটাই নিচু যে কখনো একবার ঠান্ডা মাথায় চিন্তা করে না যে দরিদ্র মানুষ গুলো চাইলেও বেশি টাকা দিয়ে সাধারণ দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় এই সামগ্রী গুলো কিনতে পারবে না কিন্তু যে ব্যক্তিটি সুবিধা ভোগ করছে সে চাইলেও এর চেয়ে বেশি দাম দিয়ে দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করতে পারবে। এই সমস্ত মানুষ শুধু নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে নিজের পকেট ভরলেই যেন সব কিছু সঠিক আর নিজের পকেট খালি থাকলে সবকিছুই যেন এলোমেলো তারা এমনটাই চিন্তা করে।
হ্যাঁ এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে তাহলে হাতে গোনা কিছু মানুষ এই সুবিধা ভোগ করছে তাহলে সবাই স্বার্থের পাগল হলো কিভাবে?? যারা এই সমস্ত অনৈতিক কাজের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আমরা কখনোই প্রতিবাদ করি না কারণ প্রতিবাদ করতে গেলে সেই সমস্ত মানুষগুলোর সাথে সম্পর্কের ফাটল ধরবে যার মাধ্যমে আপনি আপনার সুবিধা ভোগ করতে পারবেন না। একবার গভীরভাবে চিন্তা করে দেখুন দরিদ্র মানুষ গুলো যদি আপনাকে কোন সাহায্য করে তাহলে আপনি সেটা স্বাভাবিকভাবে গ্রহণ করেন বা সেটা একদমই তুচ্ছ ভাবে নিবেন কিন্তু একই অবস্থায় একজন প্রভাবশালী ব্যক্তি যদি আপনাকে কোন কাজে সাহায্য করে সেক্ষেত্রে আপনি বলবেন তিনি যদি আপনাকে সাহায্য না করতো তাহলে আপনি সেই বিপদ থেকে রক্ষা পেতেন না। আর এমন অনেক দুর্বল পয়েন্ট খুঁজে বের করার বিপরীতে আপনি এই প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছু হাটেন।
আপনার চোখের সামনে একটা খারাপ কাজ হচ্ছে একজন দরিদ্র মানুষের সাথে অন্যায় করা হচ্ছে তার প্রাপ্যটা তাকে দেওয়া হচ্ছে না কিন্তু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখছেন কিন্তু তার প্রতিবাদ করছেন না সে ক্ষেত্রে আপনিও তো স্বার্থপর দলের মধ্যে পড়ে গেলেন তাই না?? আসলে এরকম প্রতিনিয়ত আমাদের সমাজে অনেক ঘটনা ঘটছে যেগুলো আমরা চাইলেই প্রতিহত করতে পারি যে কাজগুলোর বিপক্ষে আমরা রুখে দাঁড়ালে আমাদের সমাজের ব্যাপক পরিবর্তন হবে বিশেষ করে মানুষের স্বার্থপরতা মানুষের উপরে জুলুম অনেকটাই কমে যাবে। কিন্তু দুঃখের বিষয় আমরা কেউ কারো সাথে প্রতিবাদী কণ্ঠস্বরের কথা বলতে চাই না আমার মতে সর্বপ্রথম আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে তারপরে নিজেকে ভালো মানুষ হিসেবে সমাজে পরিচয় দিতে পারব।
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Daily task.
Link 🔗
https://x.com/KaziRai39057271/status/1903139179883794573?t=WDWnuRqcxIr0nhaZIKL1ZQ&s=19
https://x.com/KaziRai39057271/status/1903142293533806983?t=jCe8uz3yXi0JgIVvEeAtLQ&s=19
https://x.com/KaziRai39057271/status/1903581515730264100?t=WAlpVDw0TNCp3Vl7LK0aCQ&s=19
https://x.com/KaziRai39057271/status/1903794123565658336?t=KmnJvsJpS80F4fXgBviQrA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.