গ্রাম্য মেলা।(পর্ব-০২) || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -৭ই আশ্বিন | ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | শরৎ-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000079508.png

Canva দিয়ে তৈরি



বেশ কিছুদিন আগে গ্রাম্য মেলার একটি পর্ব শেয়ার করেছিলাম সেটা ছিল প্রথম পর্ব আর আজকে আপনাদের মাঝে দ্বিতীয় এবং শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। মূলত মাঝে কিছুদিন নিজের অ্যাক্টিভিটি ধরে রাখতে পারিনি। পারিবারিক কিছু ব্যস্ততা সহ নিজের কিছু সমস্যা মিলিয়ে মাঝে কিছুটা ব্যস্ত সময় পার করেছি। তাই মোটামুটি নিজের এক্টিভিটি থেকে কিছুটা পিছিয়ে গিয়েছিলাম তাই নিয়মিত পোস্ট শেয়ার করতে পারিনি বলে দ্বিতীয় পর্বটি শেয়ার করতে অনেক দেরি হল। যাই হোক যেহেতু প্রথম পর্বে উল্লেখ করেছিলাম মূলত মেলায় গিয়েছিলাম গরম জিলাপি খাওয়ার উদ্দেশ্যে তাই আমাদের প্রথম টার্গেট ছিল মেলায় গিয়ে গরম গরম জিলাপি খাব। তবে জিলাপি খাওয়ার আগে মেলার ভেতরে প্রবেশ করার সময় একটি দোকান থেকে অনেকগুলো আইটেমের পান দেখেছিলাম অনেকেই অবশ্য সেটা ট্রাই করেছিল তবে আমি আর সেটা ট্রাই করিনি মূলত আমি গরম জিলাপি খাওয়ার অপেক্ষায় ছিলাম হি হি হি।



20221019_184839.jpg

20221019_184946.jpg

20221019_185000.jpg

20221019_185127.jpg

20221019_185130.jpg

20221019_185217.jpg



পর্যায়ক্রমে আমরা হাঁটতে হাঁটতে মেলার ভেতরে প্রবেশ করতেছিলাম যেখানে বিভিন্ন আইটেমের মিষ্টি জাতীয় খাবারের সমাহার। পর্যায়ক্রমে দোকানগুলো অতিক্রম করে ধীরে ধীরে মিষ্টি জাতীয় খাবারের দোকানের কাছে যাচ্ছিলাম তবে দোকানগুলো অতিক্রম করার সময় দেখলাম বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে। সাধারণত গ্রাম্য মেলায় দা বটি সহ ঞ্জাম সেখানে কিনতে পাওয়া যায়। তাছাড়া যেহেতু মেলায় ছোট থেকে বড়দের বিনোদনের জন্য অনেক রকমের আয়োজন থাকে তাই একইভাবে সেখানেও ছোটদের বিনোদনের জন্য বিভিন্ন সব আয়োজন ছিল যেগুলো ছোট ছোট বাচ্চারা সময় কাটাতে ব্যস্ত ছিল তার কিছু ছবিও অবশ্য উপরে শেয়ার করেছি।



20221019_185320.jpg

20221019_185324.jpg

20221019_185350.jpg

20221019_185501.jpg

20221019_185510.jpg



ধীরে ধীরে আমরা সেই কাঙ্ক্ষিত জিলাপির দোকানের সামনে চলে এলাম যেখানে জিলাপি সহ বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারের সমাহার ছিল তবে অন্যান্য মিষ্টি জাতীয় খাবার গুলোর প্রতি খুব একটা চাহিদা না থাকলেও জিলাপি খাওয়ার প্রতি আগে থেকে প্রবণ চাহিদা ছিল। মেলায় আসার সময় বাইকের পেছনে বসে বসে চিন্তা করছিলাম একদম টাটকা মুচমুতে জিলাপি হবে আহ কি মজায় মজায় খাব 😄 দোকানে এসে দেখলাম দোকানদার মামা পর্যায়ক্রমে জিলাপি গরম তেল থেকে তুলে বিক্রি করছে। আমি আবার দোকানদার মামাকে বললাম আমাদের জন্য স্পেশাল ভাবে একটু কড়া করে জিলাপি গুলো ভেজে দিন মূলত জিলাপি একটু কড়া করে ভাজলে সেটা বেশি মুচমুচে হয় খেতে বেশি মজা লাগে। জিলাপি গুলো যখন গরম তেল থেকে তুলে আমাদেরকে দিচ্ছিল তখন খেতে মন চাইছিল তবে খুব বেশি গরম থাকার কারণে দোকানদার মামাকে বললাম একটা প্যাকেটের মধ্যে দিতে যাওয়ার পথে নিরিবিলি একটু জায়গায় বসে সবাই একসাথে জিলাপি খাব। দোকানদার মামা এক কেজি জিলাপি একটি কাগজের পলিথিনের মধ্যে প্যাকেট করে দিয়ে দিলেন।



20221019_185821.jpg

20221019_185829.jpg

20221019_190011.jpg

20221019_190013.jpg

20221019_190019.jpg

20221019_190025.jpg



আপাতত জিলাপি কেনা শেষ অর্থাৎ আমাদের যে টার্গেট কে কেন্দ্র করে মেলায় আসা সেটা সফল হয়েছে। জিলাপি কেনা শেষে আমরা আবার যেখানে বাইক পার্কিংয়ে রেখেছিলাম সেখানে গিয়ে সবাই যার যার মত নিজেদের বাইক নিয়ে ধীরে ধীরে মেলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। মেলায় সাধারণত প্রচন্ড ভিড় থাকে তাই দ্রুত বাইক নিয়ে বের হতে পারছিলাম না ধীরে ধীরে আমাদেরকে মেলার এরিয়া থেকে বাইক নিয়ে বের হতে হচ্ছিল। মেলার এরিয়া থেকে প্রায় বেরিয়ে এসেছি এমন সময় আমাদের ভাগ্নে আবার বলে উঠলো মামা একটু বাইক স্লো করে না আরেকটা জিনিস কেনার বাকি আছে। বাইক স্লো করার সঙ্গে সঙ্গেই ভাগ্নে গিয়ে একটি দোকান থেকে কিছু ফাস্টফুড কিনে নিয়ে আসলো আর বলছিল মিষ্টি খাওয়ার পরে যখন একটু ঝাল খাবার খেতে মন চাইবে তখন এগুলো খাওয়া যাবে। তখন এক ভাই বলে উঠলো ভাগনার মাথায় অনেক বুদ্ধি আছে ভবিষ্যতে ভালো বউ পাবে হা হা হা।

পরবর্তীতে জিলাপি গুলো নিয়ে নদীর ধারে গিয়ে খেয়েছিলাম বেশ মজায় লেগেছিল। তখন জিলাপি টা হালকা গরম ছিল খেতেও ভালো লেগেছিল যাইহোক জিলাপির খাওয়া শেষে আমরা সবাই বাসায় ফিরে আসি।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়সেপ্টেম্বর,২০২৪



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

অনেক পুরনো দিনের কথা মনে পড়ে গেল। সেই গ্রাম্য মেলা এখন আর দেখতে পাওয়া যায় না। আমাদের এদিকেও গ্রাম্য মেলা হয় না অনেক বছর হয়ে গেল। তবে আপনার এই ছবিগুলো এবং আপনার পোস্টটি পড়ে অনেকটাই ভালো লাগলো সেই সাথে জিলাপি কেনার ঘটনাটি ও মজার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আসলে এই মেলায় যাওয়ার মুহূর্তটা আজ থেকে প্রায় দুই বছর আগের। পুরনো অ্যালবামে ছবিগুলো জমা ছিল শেয়ার করা হয়েছিল না।

 2 months ago 

বেশ কিছুদিন আপনার কোন পোস্ট দেখিনি। আমিও ধারণা করেছিলাম কোন ঝামেলায় পড়েছেন হয়তো। গ্রাম‍্য মেলা বেশ মিস করছি আমি। বেশ চমৎকার লাগল আপনার পোস্ট টা ভাই। সবমিলিয়ে দারুণ উপস্থাপন করেছেন সম্পূর্ণ মূহৃর্ত টা। কথাটা ঠিক জিলেপি মুচমুচে এবং গরম হলেই বেশি ভালো লাগে।

 last month 

হ্যাঁ বড় কোন ঝামেলা ছাড়া কমিউনিটিতে পোস্ট করা বন্ধ রাখিনা যাইহোক এখন সব ঠিকঠাক।

 2 months ago 

গ্রাম্য মেলার খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এ জাতীয় মেলাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। যেখান থেকে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাওয়া যায় খাবার সামগ্রী থেকে শুরু করে খেলনা জাতীয় আর কসমেটিক সামগ্রী একটি জিনিস একটু বেশি থাকে। এমন এমন কিছু জিনিস রয়েছে যেগুলো এলাকায় পাওয়া যায় না কিন্তু মেলাতে পাওয়া যায়। তাই মেলা ভ্রমন আমিও খুব পছন্দ করি।

 last month 

ভাই আমার কাছে ভালো লাগে কিন্তু ভালোলাগার প্রধান আকর্ষণ কিন্তু গরম গরম জিলাপি হা হা হা।