কক্সবাজার ভ্রমণ (পর্ব-০৬)। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ23 hours ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -১২ই ফাল্গুন | ১৪৩১ বঙ্গাব্দ | মঙ্গলবার | বসন্তকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000113734.png

Canva দিয়ে তৈরি



কক্সবাজার ভ্রমণ নিয়ে আপনাদের সাথে পাঁচটি পর্ব শেয়ার করেছি আজকে সেই ধারাবাহিকতা কক্সবাজার ভ্রমণের ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ পঞ্চম পর্ব পরবর্তীতে ষষ্ঠ পর্বে কি কি থাকছে সেটাই আজকে বিস্তারিত শেয়ার করব। মূলত কক্সবাজার গিয়ে বেশ কয়েকবার ধাপে ধাপে বিভিন্ন দোকান থেকে শুটকি মাছ কেনা হয়েছিল। প্রথমে আমি একা একা গিয়ে কিছু ছোট চিংড়ি কিনেছিলাম মূলত এই ছোট শুটকি চিংড়ি গুলো সরাসরি ভর্তা করে খাওয়ার জন্য নেওয়া হয়েছিল। ছোট চিংড়ি কেনা কেন্দ্র করে গত পর্বে আপনাদের সাথে বিস্তারিত সবকিছু শেয়ার করেছিলাম। আজকে পরবর্তীতে আরো কিছু কেনাকাটাকে কেন্দ্র করে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব।



20240122_214050.jpg

20240122_214043.jpg

20240122_214054.jpg

20240122_214101.jpg

20240122_214103.jpg

20240122_214107.jpg

20240122_214116.jpg

20240122_214112.jpg

20240122_214133.jpg

20240122_214146.jpg



আমি শুটকি মাছ কিনে যখন আমাদের গ্রুপের সবার সাথে যুক্ত হলাম তখন আমরা সবাই মিলে সেখানকার অনেক বড় একটি পাইকারি দোকানে আবার শুটকি মাছ কেনার জন্য গেলাম। দোকানের নাম ছিল নূরে মদিনা। সবাই তাদের চাহিদা মত সেখান থেকে শুটকি মাছ কিনেছিল মোটামুটি বলা যাবে সেখানে শুঁটকি মাছ গুলোর দাম অনেকটাই কম। আমরা যার সাথে কথা বলছিলাম তিনি আমাদেরকে একটি ভিজিটিং কার্ড দিল এবং বললেন বাংলাদেশের যেকোনো প্রান্তে তারা শুটকি মাছ পৌঁছে দিবে তাও একদম ফ্রেশ কন্ডিশনের শুটকি মাছ। সেই সাথে লোকটি তাদের দোকানের ফেসবুক পেইজে অনলাইনে অর্ডার করার সিস্টেমটিও দেখিয়ে দিল। তার সাথে কথা বলে মোটামুটি ভালই লাগলো যাইহোক কেনাকাটা শেষ করে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দোকানদারের কাছ থেকে বিদায় নিলাম।



20240122_212900.jpg

20240122_212834.jpg

20240122_212828.jpg

20240122_212823.jpg

20240122_212813.jpg



মোটামুটি শুটকি মাছ কেনার পর্ব শেষ করে পরবর্তীতে আমরা সবাই মিলে একটি কসমেটিক্স কোয়ালিটির দোকানে গেলাম। যেহেতু কক্সবাজার সমুদ্র সৈকতের আশপাশে প্রচুর পরিমাণে শামুক পাওয়া যায় সেহেতু সেখানকার দোকানগুলোতে শামুকের তৈরি অনেক সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস ছিল। আমাদের মধ্যে যারা বিবাহিত ছিল তারা সবাই শামুকের মালা সহ শামুকের বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো দেখছিল তবে আমরা তো ভাই সিঙ্গেল মানুষ তাই আমরা শুধু তাদের সাথে জিনিসগুলো দেখা আর ছবি তোলা ছাড়া অন্য কিছুই করিনি কারণ এগুলো কিনে দেওয়ার মতো তো আর মানুষ নেই হা হা হা। সেখানে কিছু শামুকের মালা ছিল যেগুলো চোখে পড়ার মতো সৌন্দর্যটা ভালো লেগেছিল যদি প্রিয় মানুষ থাকতো তাহলে তার জন্য কিনে নিয়ে আসতাম।



20240122_214401.jpg

20240122_214409.jpg

20240122_214454.jpg

20240122_214454-1.jpg

20240122_214529.jpg

20240122_214719.jpg



পরবর্তী দোকানে গিয়ে আবার দেখলাম শামুকের তৈরি বিভিন্ন রকমের ব্রেসলেট সেখানে রাখা হয়েছে যদি এই ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে সেখানে কত সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল। মূলত প্রকৃতি থেকে কালেক্ট করে কোন কিছু যদি সুন্দরভাবে পরিবেশন করা যায় সেটা সবার নজরে আসে যেমন শামুক দিয়ে বিভিন্ন মালা তৈরি করা হয়েছে আবার শামুক এবং ঝিনুকের সমন্বয়ে সুন্দর ব্রেসলেট তৈরি করা হয়েছে যেগুলো পর্যটকদের আকৃষ্ট করে। তবে অন্যান্য এলাকার তুলনায় আমার মনে হয় শামুকের তৈরি যে কোন সরঞ্জাম কক্সবাজারে তুলনামূলক দাম কম। আমার এক কাছের বান্ধবীর জন্য আমি একটা ব্রেসলেট নিয়েছিলাম কারণ সে মাঝেমধ্যেই আমার অনেক কাজে হেল্প করে।

আজকে আপাতত এখানেই শেষ করছি পরবর্তী পর্বে অর্থাৎ কক্সবাজার ভ্রমণ নিয়ে সপ্তম যে পর্ব শেয়ার করব সেখানে আমাদের কেনাকাটার পরবর্তী টপিকগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই কক্সবাজার ভ্রমণ নিয়ে শেয়ার করা পোস্টগুলো উপভোগ করতে থাকবেন।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়ফেব্রুয়ারী,২০২৫



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
 22 hours ago 

1000114144.jpg

1000114145.jpg

1000114148.jpg

1000114147.jpg

1000114146.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 22 hours ago 

আসলে কক্সবাজার ঘুরতে গেলে বাসার জন্য শুঁটকি কিনতেই হয়। আমিও কক্সবাজার গেলে প্রতিবারই বিভিন্ন ধরনের শুঁটকি কিনে থাকি। যাইহোক আপনারা বার্মিজ মার্কেটে গিয়ে শুঁটকি কেনার পর,বিভিন্ন ধরনের কসমেটিক্স কিনেছেন দেখছি। ভাই শুধু বিবাহিতরা কিনলো,আপনারাও কিনলে পারতেন। বিয়ের পর বউকে গিফট করতেন হা হা হা। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 hours ago 

আপনি আজকে আপনার কক্সবাজার ভ্রমণের আরো একটা পর্ব শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে পড়তে। এই পর্বে অনেক সুন্দর সুন্দর জিনিসের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনি আপনার কাছের এক বান্ধবীর জন্য ব্রেসলেট নিয়েছিলেন শুনে ভালো লাগলো। নিশ্চয়ই তিনি অনেক খুশি হয়েছিলেন ব্রেসলেট টি পেয়ে।