নতুন কী বোর্ড। || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ -৭ই চৈত্র | ১৪৩১ বঙ্গাব্দ | শুক্রবার | বসন্তকাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আজকে সারাদিনের আবহাওয়া টা বেশ ভালো। মাঝে কয়েকদিন আবহাওয়া প্রচন্ড গরম থাকলেও আবার পুনরায় আবহাওয়া ঠান্ডা হতে চলেছে যার কারণে এই আবহাওয়াটা আমার কাছে বেশ ভালো লাগছে শুধু আমার কাছে নয় সবার কাছেই বোধহয় এই আবহাওয়াটা বেশ ভালো লাগছে। হালকা মেঘলা মেঘলা আবহাওয়া মাঝে মাঝে কয়েক ফোটা ঘুরিয়ে ঘুরিয়ে বৃষ্টি হচ্ছে যার কারণে আবহাওয়াটা ঠান্ডা। যারা রোজা রাখছে তারা এই আবহাওয়াটা বেশ ভালো ইনজয় করছে কারণ আবহাওয়া ঠান্ডা থাকার কারণে রোজা রাখতে খুব একটা কষ্ট হচ্ছে না। আবহাওয়া যেহেতু ঠান্ডা সুন্দর একটা পরিবেশ তাই মন মানসিকতাও বেশ ভালো থাকার কথা এজন্য আজকের পোষ্টের প্রথমেই নিজের ফুর্তি মনের অনুভূতি নিয়ে কিছু কথা লিখে ফেললাম। যাই হোক এবার তাহলে আজকের পোষ্টের মূল টপিক নিয়ে কথা বলি। তিন থেকে চার দিন হলো আমার ল্যাপটপের কিবোর্ড নষ্ট হয়ে গিয়েছিল। আমাদের স্থানীয় বাজারে ভালো মানের কিবোর্ড খোঁজ করে পেলাম না তাই ভাবলাম আপাতত ল্যাপটপের কিবোর্ড ব্যবহার করতে থাকি, সময় মত ভালো মানের একটা কিবোর্ড কিনে নিব।
গতকালকেও আমাদের এলাকায় আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল গতকাল মোটামুটি ভালোই বৃষ্টির ও হয়েছে। প্রতি সপ্তাহে কাজের জন্য শহরকেন্দ্রিক যেতে হয়। কালকে সকাল থেকেই কুষ্টিয়া শহরে ছিলাম নিজের কাজগুলো কমপ্লিট করে দুপুরবেলায় কুষ্টিয়ার সদরের বক চত্বর মোড়ে মূলত একটা কিবোর্ড কেনার জন্য গিয়েছিলাম। মজার বিষয় মাঝে দুই দিন গরম পড়ার পরে যখন আবহাওয়া হবে ঠান্ডা ছিল তখন দিনের বেলায় শীতের কাপড় পড়ে ঘুরতে হয়েছিল। তারপরে কিছুটা বৃষ্টিতে ভিজেছিলাম তাই আরো বেশি শীত লাগছিল। যাই হোক বাইক নিয়ে সোজা বক চত্ত্বর মোড়ে গিয়ে রাস্তার পাশেই বাইক রেখে আবহাওয়াটা বোঝার চেষ্টা করছিলাম আসলে আবার বৃষ্টি হবে নাকি এখন আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তবে আবহাওয়া পরিষ্কার হওয়ার কোন সম্ভাবনা দেখছিলাম না যদি ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আকাশটা পুরোপুরি ঘোলাটে।
মূলত আমাদের এলাকায় এক চাচার কথা অনুযায়ী বক্তার একটি দোকানে গিয়েছিলাম। গ্রামের ছোট দোকানে প্রয়োজনীয় সব প্রোডাক্ট সেখান থেকে আনা হয় সেক্ষেত্রে তাদের দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক আছে। তাই তার রেফারেন্সে গিয়েছিলাম বলে কিছুটা ডিসকাউন্ট পাব এমনটাই আশা করেছিলাম। ডিসকাউন্ট এর পাশাপাশি ভালো মানের প্রোডাক্ট পাওয়াটাও একটা মুখ্য বিষয়। যাই হোক দোকানে লোকেশন ছিল দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় গিয়ে দোকানের মধ্যে গিয়ে বসলাম। সেখানে দেখলাম প্রচুর পরিমাণে ল্যাপটপ বিক্রি হয় সেই সাথে ল্যাপটপের জন্য প্রয়োজনীয় যত প্রোডাক্ট আছে সবকিছুই সেখানে পাইকারি ধরে বিক্রয় করা হয়। দোকানের নামটা হচ্ছে এম কে টেলিকম।
দোকানের একজন কর্মচারীকে ছোট সাইজের ভালো কিবোর্ড দেখানোর কথা বললাম। তিনি বেশ কয়েকটি কিবোর্ড আমাকে দেখালেন যার মধ্যে দাম অনেক রকম। মোটামুটি একটু ভালো টাইপের কিবোর্ড নিলে টাইপ করতে সুবিধা হয়। কারণ ভালো মানের কিবোর্ডগুলো অনেকটাই সফট। ছবিতে আমি দুইটি কিবোর্ড এর দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি যার মধ্যে সাদা প্যাকেটের মধ্যে থাকা মাইক্রো প্যাক কিবোর্ডটি তুলনামূলক দামি সেই সাথে এক বছরের ওয়ারেন্টি আছে। আগে যে কিবোর্ড ইউজ করতাম সেই কিবোর্ড আসছে এই মাইক্রো প্যাক কিবোর্ডটি অনেকটা সফট। এক বছরের ওয়ারেন্টি থাকায় সেটা নিয়ে নিলাম। পরবর্তীতে হঠাৎ মাথায় আসলো একটা ল্যাপটপ স্ট্যান্ড নেওয়া জরুরী।
দারাজে যে ল্যাপটপ স্ট্যান্ড দেখেছিলাম সেটার দাম ৩৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে। সেই সাথে যদি ডেলিভারি চার্জ যোগ করা যায় সেক্ষেত্রে অনেক দাম তাই ভাবলাম এখান থেকে একটা ল্যাপটপ স্ট্যান্ড নেওয়া যাক। চায়না পুরোপুরি এস এস এর একটি ল্যাপটপ স্ট্যান্ড আমাকে দেখানো হলো যেটার দাম রেখেছিল সোজাসুজি ৪০০ টাকা। যাইহোক দুইটা প্রোডাক্ট একসাথে নিয়ে বিল পেমেন্ট করলাম আর সেই ভাই আমাকে বলল যে কোন প্রয়োজনে চলে আসবেন আর যদি কখনো কোন সমস্যা হয় নির্দ্বিধায় কিবোর্ড চেঞ্জ করে দিব কোন সমস্যা নেই। মোটামুটি তাদের কথাবার্তা ব্যবহার সবকিছুই বেশ ভালো লেগেছিল। কেনাকাটা শেষে সোজা বাসায় ফিরে এলাম।
⬇️📥 | ⬇️📥 |
---|---|
ডিভাইস | Samsung galaxy A52 |
ফটোগ্রাফার | @kazi-raihan |
লোকেশন | |
সময় | মার্চ,২০২৫ |
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Daily task
Link:
https://x.com/KaziRai39057271/status/1903120412294386074?t=iTwvVp52oOBIZn3ed4JEtg&s=19
https://x.com/KaziRai39057271/status/1903121421355880689?t=t_3TiHaCxG-pp4i8VG-XkQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রয়োজনীয় জিনিস নষ্ট হলে একটু ঝামেলা পহাতে হয় এটা সত্য ৷ যা হোক ল্যাপটপ সেহেতু চালান সে ক্ষেত্রে কি- বোর্ড টা দরকারিই ৷ ভালো লাগছে যে কি-বোর্ড নিয়ে নিছেন তার সাথে স্টান ও ৷ এখন ভালো ভাবে কাজ করতে পারবেন ৷
যা হোক ভালো লাগলো ল্যাপটপের কি- বোর্ড সেই সঙ্গে স্টান সহ নিছেন ৷