বাহ দারুন তো রুম দেখছি খুব সুন্দর করে সাজিয়েছেন এরকম পরিবেশ আসলো থাকতেও ভাল লাগে। আর আপনি ঠিক বলেছেন সুন্দর পরিবেশে যেমন লেখাপড়া করতে মন বসে তেমনি আসলে কাজেও মন বসে। অন্য মানুষের সাথে রুম শেয়ার করা আমারও ভালো লাগে না। আপনি ভাল করেছেন যে নিজেই একটা রুম নিজের মত করে সাজিয়ে নিয়েছেন ভালো লাগলো।
জি ভাই। ধন্যবাদ আপনাকে।