You are viewing a single comment's thread from:

RE: জনসাধারণের চোখে ঢাকার অবস্থা

in আমার বাংলা ব্লগ29 days ago

ঢাকা শহরের জ্যাম সারা পৃথিবীর মধ্যে বিশেষভাবে পরিচিত। আমি যখন ঢাকা গিয়েছিলাম তখন সেই জ্যামের মধ্যে পড়েছিলাম। আর একটা জিনিস দেখেছিলাম। সেখানকার সিএনজি অটোগুলো কি মারাত্মক ড্রাইভিং করে। তাও আবার এই ছিনতাইয়ের ব্যাপারটা আমি প্রথমেই শুনেছিলাম। সেই জন্য নাকি সমস্ত সিএনজি জাল দিয়ে ঘেরা। বিষয়টা আমাকে ভীষণ অবাক করেছিল। এমনকি আমাকে নিতে যে বন্ধু এসেছিলেন তিনি আমার ব্যাগটা পিঠের দিকে রাখতেও বারণ করেন। ফলে আমি ব্যাগ সামনের দিকে নিয়ে নিই।