সে কি মায়ের শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেল কি করে। এখন মা ভালো আছে তো নাকি? তবে মাতৃভূমি ছেড়ে যখনই তুমি বাইরে যাবে এই কষ্ট অনুভব করবে সিয়াম। আসলে জননী এবং জন্মভূমির টানই যে আলাদা। আমরা কখনো আমাদের শরীর থেকে ছিঁড়ে ফেলতে পারি না। তবে খুব সাবধানে ঢাকায় যাও। ব্যস্ত জীবনে তো ফিরতেই হবে। খারাপ লাগলেও একথা ভীষণভাবে সত্যি। আর পৃথিবীতে যেখানেই যাও মা এবং বাবাকে ভালো রেখো।