হরেক রকম আচারের ছবি দিয়ে আমাদের লোভ বাড়িয়ে দিলেন ভাই। এত সুন্দর সুন্দর আচার দেখলে যেন সাথে সাথে খেয়ে দেখতে ইচ্ছে করে। কিন্তু প্রত্যেকটি আচারেরই দাম আমার একটু বেশি লাগলো। হয়তো আমাদের এখানে তুলনামূলকভাবে দাম একটু কম বলে আমার এটা মনে হল। কিন্তু আচারের ছবিগুলি যে ভীষণ লোভনীয় ছিল তা এক কথায় স্বীকার করা যায়।
জি ভাই আচারের দামটা তুলনামূলকভাবে একটু বেশিই লাগলো। ধন্যবাদ।