দীর্ঘদিন থাকার পরেও তারা মনে হয় ঘর পরিষ্কার কোনদিন করেনি। তাই জন্য ঘরটির এইরকম অবস্থা হয়েছে। এখন যা পরিস্থিতি তৈরি হলো তাতে খারাপ লাগলেও আপনাকে সমস্ত কিছু করতে হবে। এটি সত্যিই ভীষণ দুর্ভাগ্যজনক ঘটনা। আসলে এই জন্যই ভাড়াটিয়াতে বাড়ি দিয়ে বারবার ধরে খোঁজ খবর করতে হয়। কারণ তারা কখনোই ঘরবাড়িকে নিজের মত মনে করে যত্ন করে না।