প্রথমেই আপনার ছোট্ট ছেলের জন্য অনেক শুভকামনা রইল। আপনি মেয়ের সঙ্গে বেশ কিছুটা সময় মেলায় ঘোরাঘুরি করে যাপন করেছেন দেখে ভালো লাগছে। মেলায় গিয়ে রাইড না চাপলে কখনো ঘোরা সম্পূর্ণ হয় না। তাই সে দিক থেকে ওরা রাইড চড়ে খুব ভালো কাজ করেছে। সকলে মিলে এমন আনন্দেই থাকুন।