You are viewing a single comment's thread from:

RE: সমন্বিত সবজি চাষ

in আমার বাংলা ব্লগ5 months ago

নিজে শাকসবজি উৎপাদন করে ফরমালিন মুক্ত খাবার খাওয়ার মত ভালো জিনিস আর কিছুতে হয় না। বাজার থেকে আমরা যা কিনে খাই সবেতে বিষ প্রয়োগ করা থাকে। আর সেইসব খাবার খেয়ে দিনে দিনে আমাদের শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে। তাই এক্ষেত্রে আপনি নিজে বাগান করেছেন দেখে বিষয়টা বেশ ভালো লাগলো। কিন্তু আমরা শহর অঞ্চলের মানুষ বাগান করবার জায়গাও পাইনা। তাই শরীরের ক্ষতি হচ্ছে জেনেও বাজার থেকে বিষ কিনে খেতে হয়।