হীরা ভাবীর জন্য যে জামাকাপড় কিনে দিয়েছেন এইটা অত্যন্ত আনন্দের বিষয় ভাই। ভাবীকে কিনে দেবেন এটাই তো স্বাভাবিক ব্যাপার। আর ভাবী যখন নিজে চেয়েছে তখন তো তাকে দিতেই হবে। তবে মাত্র তিনটি থ্রি পিসে যে কেনাকাটি থেমে গেছে সেটা কিন্তু অবাক বিষয়। আরো কিছু কিনে দেওয়া উচিত ছিল ভাই।
তিনটা কিনে দিতেই আমার অবস্থা খারাপ দাদা, অনেকগুলো পয়সা খরচা হয়ে গিয়েছে।