তোমার বিবাহিত জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করি। আগামী দিনগুলো আনন্দে ভরে উঠুক এবং তোমরা দুজনেই একটি সুন্দর জীবন অতিবাহিত করো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই জুটি অক্ষয় অনন্তকাল দীর্ঘজীবী হোক। তোমার বিয়ের নিমন্ত্রণ গ্রহণ করলেও এতদূর থেকে উপস্থিত থাকতে পারছিনা বলে খুব খারাপ লাগছে। কিন্তু আমার শুভকামনা তোমার সঙ্গে সব সময় রইল। তুমি হাসিমুখে আগামী জীবনের দিকে এগিয়ে চলো। একটি নতুন জীবন শুরু করতে চলেছ। সেই দায়িত্ব এবং দক্ষতা কাঁধে নিয়ে তুমি যে সফলভাবে জীবন অতিবাহিত করবে সেই বিশ্বাস আমার আছে। আবার তোমাদের দুজনের জন্যই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল।
আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ।