এই বিস্কুট দৌড় গেমটি ভীষণ ইন্টারেস্টিং একটি গেম ছিল স্কুল জীবনে। আমাদের স্পোর্টসে এই গেমটি প্রতিবার অনুষ্ঠিত হতো। আর আমরা মুখে বিস্কুট নিয়ে দৌড়ে গন্তব্যে পৌঁছবার চেষ্টা করতাম। আপনার পোস্টে পুরনো এই খেলা নিয়ে বিবরণ দেখে খুব ভালো লাগলো। আমার ছেলেবেলার কথাগুলো মনে পড়ে গেল।