বাহ। সুন্দর করে সাত দিনের হাঁটাহাঁটির খতিয়ান পোস্ট করেছেন দেখছি। আপনি তো বেশ অনেক হাঁটাহাঁটি করেন প্রতিদিন। তারি ছবি প্রত্যেকটি স্ক্রিনশটে দেখতে পাচ্ছি। হারলে শরীর ভালো থাকে। আর সেই দিক থেকে এই সুপার ওয়াক একটি ভীষণ কাজের একটি অ্যাপ। পরের দিকে আপনি বেসিক মোড প্রো তে চলে গেছেন দেখছি।
খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।