আসলে এই প্রশংসার মধ্যে স্বার্থ মিশে থাকে। আর শুধু স্বার্থপরতার উপর ভিত্তি করে মানুষ চাটুকারদের প্রশংসা করে। তবে সেই প্রশংসা আসল প্রশংসা নয়। স্বার্থহীন মানুষগুলো যে মানুষদের প্রশংসা করে সেই প্রশংসাই আসল প্রশংসায় হিসেবে গণ্য হয়। তবে এখন পৃথিবীতে সেই ধরনের মানুষ খুব কম।