কলকাতাতেও দৈনন্দিন জীবনে এমন হয় ভাই। লোকাল বাস এবং ট্রেনে ঝামেলা লেগেই আছে। আর আজকাল মানুষের ধৈর্য বড় কম। অল্প কিছুতেই মানুষ খুব ধৈর্য হারিয়ে ফেলে। মূল্যবোধের যুগ চলে গেছে ভাই। বর্তমানে এসব সমস্যা সমস্ত জায়গাতেই রয়েছে। তবু পড়ে খারাপ লাগলো। এসব ঝামেলা নিয়েই পথ চলতে হয় আমাদের সকলকে।