সার্বিকভাবে ভালো লিখেছ কবিতাটি। একটি সুন্দর সাবলীল গতিবেগ আছে কবিতাটিতে। যা সব সময় কবিতাকে সুখপাঠ্য করে তোলে। বেশ সুন্দর করে জীবনের কয়েকটা কথা ভালোবাসার মোড়কে মোরে পরিবেশন করলে সকলের সাথে। কবিতা মানেই তো মনের দলিল। আর সেই কথাগুলো লিখবার জন্য কবিতার থেকে ভালো উপায় আর নেই
একেবারেই তাই দাদা,কবিতা হচ্ছে অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম ।ধন্যবাদ, আপনার এত সুন্দর মন্তব্য দ্বারা আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।