আবার কাগজ এবং ক্লে দিয়ে তোমার একটি অনবদ্য কাজ দেখতে পেলাম। এইসব কাজগুলোর তুলনা হয় না। আর তুমি ভীষণ দক্ষ হাতে এই আর্ট গুলো ডিজাইন কর। আমার তো মনে হয় এমন কাজগুলো অনেক ভ্যালু হতে পারে। তোমার হাতের কাজ আমাকে বারবার মুগ্ধ করে দেয়।
আবার কাগজ এবং ক্লে দিয়ে তোমার একটি অনবদ্য কাজ দেখতে পেলাম। এইসব কাজগুলোর তুলনা হয় না। আর তুমি ভীষণ দক্ষ হাতে এই আর্ট গুলো ডিজাইন কর। আমার তো মনে হয় এমন কাজগুলো অনেক ভ্যালু হতে পারে। তোমার হাতের কাজ আমাকে বারবার মুগ্ধ করে দেয়।
এত চমৎকার করে উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দাদা। আমি আর্ট করতে পারি না এগুলো হচ্ছে নমুনা। জাস্ট চেষ্টা করতেছি সবে মাত্র। তোমার সুন্দর মন্তব্যে উৎসাহ পেলাম।