আমি ঢাকায় যে চার দিন ছিলাম তার মধ্যেই মেট্রো চড়েছিলাম। আমি উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত গিয়েছিলাম। আপনার পোস্ট পড়ে মনে পড়ছে সেই জার্নির কথা। ঢাকা মেট্রো যথেষ্ট আধুনিক একটি পরিষেবা। আমি কলকাতা মেট্রোয় চড়ি, এবং ভারতের অনেকগুলি শহরে মেট্রো চলেছি বলে বলতে পারি ঢাকায় এই মেট্রোও অতি আধুনিক একটি পরিষেবা বাংলাদেশের মানুষকে দিয়ে আসছে। আর ঢাকার রাস্তায় যা যানজট, সেখানে মেট্রো ছাড়া সত্যিই চলাফেরা করা বড় কঠিন।