You are viewing a single comment's thread from:
RE: নামমাত্র তেল ব্যবহার করে বানিয়ে নিলাম বাঙালির রাজকীয় পদ চিংড়ি মাছের মালাইকারী||
এ তো আমার প্রিয় একটি পদ। চিংড়ি মাছ হলে আর অন্য কোন কিছুই পাতে লাগেনা। আর চিংড়ি মাছের মালাইকারি আমার অন্যতম প্রিয় একটি খাবার। আর সেই খাবারটিকে এত সুন্দর করে রেসিপি উপস্থাপন করলি যা দেখে খাওয়ার লোভ বেড়ে গেল। কিন্তু ছবি দেখেই নিজেকে থামিয়ে দেওয়া দস্তুর। রেসিপিটি সুন্দর করে সকলের মাঝে উপস্থাপন করেছিস। তোর রান্না আমার বরাবরই পছন্দের।
তুমি তো খাঁটি বাঙালি৷ ইলিশ চিংড়ি ভেটকি মটন সব রাজকীয় জিনিস পছন্দের৷
এরপরবার যখন বাড়ি আসবে তখন খাওয়াবো চিংড়ির মালাইকারী।